অর্থকাগজ প্রতিবেদন ●
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি সই করেছে চীনা মালিকানাধীন আলপেন বানিয়ান গার্মেন্টস বিডি কোম্পানি লিমিটেড। সম্প্রতি ঢাকায় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও আলপেন বানিয়ান গার্মেন্টসের পরিচালক লি টিয়ানিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানসহ সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ●
অকা/বাণিজ্য/ফর/সকাল/২৯ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

