বাংলাদেশ-জাপান বাণিজ্য উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ ও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সমতা তুলে ধরতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ১৭ ডিসেম্বর রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বেসিস জাপান ডে ২০২৪’ উদযাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় ও সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে বেসিস সহায়ক কমিটির সদস্যরাসহ উপস্থিত ছিলেন বেসিস সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, জাপানি ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করনে বেসিস জাপান ডে ২০২৪-এর সহ-আহ্বায়ক দেওয়ান সামির। এ ছাড়াও মিয়াজাকি বিশ্ববিদ্যালয়, জাপানের পরিচালক এবং সহসভাপতি ইয়াসুয়ে ইয়োশিনারি, জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রফি ভূঁইয়া (জুন), মিয়াজাকি সিটির ভাইস মেয়র হিদেনারি নাগায়ামা, জেট্রোর গবেষণা উইং আইডিইর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মায়োমি মুরায়ামা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিস জাপান ডেস্কের চেয়ারম্যান এ কে এম আহমেদুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে দু’টি সমঝোতা চুক্তি স্বারিত হয়। বেসিস জাপান ডেস্ক ও মিয়াজাকি আইটি প্লাসের মধ্যে স্বারিত সহযোগিতা চুক্তিতে বেসিসের পে স্বার করেন বেসিস জাপান ডেস্কের চেয়ারম্যান এ কে এম আহমেদুল ইসলাম বাবু এবং মিয়াজাকি প্লাসের প্রেসিডেন্ট নোরিয়াকি ওয়াকাদা। অপর চুক্তিটি সম্পাদিত হয়েছে অনুষ্ঠানের গোল্ড স্পন্সর কাওয়াই ও ই-গ্রোথের সাথে।

অনুষ্ঠানে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন : জাপান-বাংলাদেশ সহযোগিতার সুযোগ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমদ তৈয়্যব। খবর বিজ্ঞপ্তির ●

অকা/বাণিজ্য/সখবি/ফর/রাত/১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 12 months আগে

Leave A Reply

Exit mobile version