অর্থকাগজ প্রতিবেদন 

প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: নির্বাচনের আগে ১৪ দিনে দেশে এলো ১৭০ কোটি ডলার।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রবাসী আয়ে অভূতপূর্ব গতি লক্ষ্য করা যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহের এই হার গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৯.৮ শতাংশ বেশি। বর্তমান প্রবৃদ্ধি বজায় থাকলে মাস শেষে এটি একটি নতুন মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি মাসের প্রতিদিন গড়ে ১২ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স হিসেবে দেশে আসছে। বাংলাদেশি মুদ্রায় এর দৈনিক পরিমাণ প্রায় এক হাজার পাঁচশ কোটি টাকা। একক দিন হিসেবে গত ১৪ জানুয়ারি দেশে এসেছে ১১ কোটি ৩০ লাখ ডলার। এর ফলে চলমান ২০২৫-২৬ অর্থবছরের এ পর্যন্ত মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৬ কোটি ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১.৬ শতাংশ বেশি।

ব্যাংক খাতের কর্মকর্তাদের মতে, নির্বাচনী উৎসবের কারণে প্রবাসী অধ্যুষিত দেশগুলো থেকে রেমিট্যান্সের এই প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন প্রার্থী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা নির্বাচনী ব্যয়ের উদ্দেশ্যে তহবিল পাঠাচ্ছেন, যা সরাসরি বৈধ পথে রেমিট্যান্স হিসেবে দেশে প্রবেশ করছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন এবং আসন্ন রমজানকে কেন্দ্র করে আগামী মার্চ মাস পর্যন্ত বৈদেশিক মুদ্রার এই চাঙ্গা ভাব বজায় থাকবে।

২০২৫ সালটি প্রবাসী আয়ের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে, যেখানে সারা বছরে মোট ৩ হাজার ২৮২ কোটি ডলার দেশে এসেছে। গত ডিসেম্বর মাসেই রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ডলার। প্রবাসী আয়ের এই শক্তিশালী প্রবাহের ফলে বাজারে ডলারের তীব্র সংকট কেটে গেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক পরিবর্তন এসেছে।

বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা ২০২৪ সালের আগস্টে ২৬ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। রেমিট্যান্সের জোগান বৃদ্ধি পাওয়ায় ডলারের বিনিময় হার ১২৮ টাকা থেকে কমে বর্তমানে ১২২-১২৩ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয়ের ধারাবাহিকতা এবং প্রবাসীদের আস্থার প্রতিফলন হিসেবে দেশের সামগ্রিক অর্থনীতি ও শেয়ারবাজারেও নতুন গতির সঞ্চার হয়েছে।

অকা/ব্যাংখা/ই/বিকাল/১৭ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 weeks আগে

Leave A Reply

Exit mobile version