অর্থকাগজ ডেস্ক  ●
রেকর্ড দামের কারণে গয়নার বিক্রি কমে ভারতে স্বর্ণের চাহিদা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে আসতে পারে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) জানিয়েছে, ২০২৫ সালে দেশটির স্বর্ণের চাহিদা ৬০০ থেকে ৭০০ টনের মধ্যে থাকতে পারে, যা গত বছরের ৮০২ দশমিক ৮ টনের তুলনায় কম। খবর রয়টার্স।

ডব্লিউজিসির ভারতীয় শাখার প্রধান সচিন জৈন বলেন, দাম স্থিতিশীল থাকলে চাহিদা ৭০০ টনে পৌঁছতে পারে। তবে ভূরাজনৈতিক কারণে দাম ১০ থেকে ১৫ শতাংশ বেড়ে গেলে তা ৬০০ টনে নেমে আসবে।

চলতি বছরের দ্বিতীয় (এপ্রিলে-জুন) প্রান্তিকে ভারতের স্বর্ণের চাহিদা বছরে ১০ শতাংশ কমে ১৩৪ দশমিক ৯ টনে নেমেছে। এর মধ্যে গয়নার চাহিদা কমেছে ১৭ শতাংশ, তবে বিনিয়োগের চাহিদা বেড়েছে ৭ শতাংশ। জুনে স্থানীয় বাজারে স্বর্ণের দাম ২৮ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ১ লাখ ১ হাজার ৭৮ রুপির রেকর্ড স্পর্শ করেছে।

ডব্লিউজিসি জানায়, স্বর্ণ ইটিএফে (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) বিনিয়োগ দ্রুত বাড়ছে। জুনে এ খাতে বিনিয়োগ আগের মাসের তুলনায় ১০ গুণ বেড়ে ২ হাজার ৮১ কোটি রুপিতে পৌঁছেছে।

অকা/বিঅ/ফর/বিকাল/৩১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 months আগে

Leave A Reply

Exit mobile version