সুধাংশু শেখর হালদার ● মৌলভীবাজার
বেশ কয়েক মাস বন্ধ ছিলো দেশের অন্যতম মনোরম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত। ৫ মাস পর পর অবশেষে তা খুলে দেওয়া হয়েছে। এতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে জলপ্রপাত এলাকা। স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। কারণ দীর্ঘদিন পর তাদের বেচাকেনা ভালো হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধবকুণ্ড জলপ্রপাতের প্রধান ফটক খুলে দেওয়া হয় ২০ আগস্ট। শর্তসাপেক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও এতদিন বন্ধ ছিল মাধবকুণ্ড জলপ্রপাত। ফলে মাধবকুণ্ডে ঘুরতে এসে পর্যটকরা হতাশ হয়ে ফিরে যান।
জানা গেছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে গত ১ এপ্রিল মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধবকুণ্ড ইকোপার্কের প্রধান ফটক খুলে দেওয়ার পর ২০ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ৫ শতাধিক পর্যটক মাধবকুণ্ডে ঘুরতে আসেন।
সরেজমিনে দেখা গেছে, মাধবকুণ্ড জলপ্রপাতের প্রধান ফটক খুলে দেওয়ায় মানুষজন ছুটে আসছেন মাধবকুণ্ডে। তারা জলপ্রপাত এলাকায় হৈ-হুল্লোড় করছেন। কেউ কেউ জলপ্রপাতের পানিতে সাতার কাটছেন।
সিলেট থেকে ঘুরতে আসা পর্যটক কবীর আহমদ (২৬) বলেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি। দীর্ঘদিন কোথাও যাওয়া হয়নি। মাধবকুণ্ড আমার খুব পছন্দের একটি জায়গা। খুলে দেওয়ার খবর পেয়ে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে।
মাধবকুণ্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী কবির হোসেন বলেন, মাধবকুণ্ডের গেট খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অর্থাৎ ১৯ আগস্ট খুলে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এতে অনেক পর্যটকরা ফিরে গেছেন। আজ অনেক পর্যটক ঘুরতে এসেছেন। তবে গতকালের চেয়ে কম। অবশ্য আমাদের বেচাকেনা আগের চেয়ে ভালো হচ্ছে।পর্যটক বাড়লে আরও বেশি বেচাকেনা হবে।
মাধবকুণ্ড পর্যটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রণীত চাকমা বলেন, মাধবকুণ্ডের গেট খুলে দেওয়া হয়েছে। খবর পেয়ে পর্যটকরা ঘুরতে আসছেন।পর্যটকদের নিরাপত্তায় আমরা সবসময় কাজ করছি। তিনি বলেন, মহামারি করোনার সংক্রমণ এখনও রয়েছে। আশা করি পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
বন বিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধবকুণ্ড জলপ্রপাতের গেট খুলে দেওয়া হলো। প্রথমদিনই প্রায় ৫ শতাধিক পর্যটক মাধবকুণ্ডে এসেছেন। আগামীতে পর্যটক আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করছেন।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
