অর্থকাগজ ডেস্ক ●
আন্তর্জাতিক বাজারে মার্কিন তুলার দাম বেড়েছে। ডলারের বিনিময় হার কমা ও যুক্তরাষ্ট্র থেকে রফতানি বাড়ায় পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
৭ অক্টোবর ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলা ৭১ ডলার ৫ সেন্টে বিক্রি হয়, যা আগের দিনের তুলনায় ১ ডলার ৩৬ সেন্ট বেশি। এর আগে মার্কিন তুলার দাম ১১ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।
পর্যবেকরা জানান, মার্কিন ডলার সূচক চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে গিয়েছিল। এরপর তা আবার কমে গেছে। এতে আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছে মার্কিন তুলা সাশ্রয়ী হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বাড়ায় দাম বেড়েছে। এদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাপ্তাহিক বিক্রয় প্রতিবেদনে তুলা রফতানি বাড়ার বিষয়টি উঠে এসেছে।
৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দশমিক ২৫ শতাংশ সুদহার কমিয়েছে। এরপর ডলারের বিনিময় হার কমতে শুরু করে। ভবিষ্যতে আরো সুদহার কর্তন করা হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সুদহার কম থাকলে কম মুনাফার কারণে ডলার আকর্ষণ হারায়। তবে এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য ডলারে কেনাকাটা সাশ্রয়ী হয়। ●
অকা/বিঅ/ফর/সন্ধ্যা/১০ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 12 months আগে

