অর্থকাগজ প্রতিবেদন ●
বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে অতি সম্প্রতি যোগদান করেছেন মো. মেহমুদ হোসেন।
মো. মেহমুদ হোসেন অতীতে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া প্রাইম ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার পদে দায়িত্ব পালন করেন মো. মেহমুদ হোসেন।এর আগে তিনি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মেহমুদ হোসেন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপরে ৩২ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যাংকে দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মেহমুদ হোসেন দেশে-বিদেশে অনেক পেশাগত কর্মশালা ও সেমিনারে অংশ নেন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) একজন সদস্য ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য।
দুই পুত্র সন্তানের গর্বিত পিতা মেহমুদ হোসেনের সহধর্মিণী মোহম্মদী খানম একজন বীমা ব্যক্তিত্ব। মিসেস খানম দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা। ব্যাংক-বীমা দম্পতির বড় ছেলে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা। বিশিষ্ট ব্যাংকার ও সুদর্শন মেহমুদ হোসেন চাঁদপুরের গর্বিত সন্তান এবং তাঁর পরিবার মানেই ব্যাংক বীমার পরিবার!
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে