অর্থকাগজ প্রতিবেদন ●
বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক একেএম রমিজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। ১৮ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
রমিজুল ইসলাম ২০০০ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে (জেনারেল সাইড) যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম অফিসসহ বিআরপিডি, এফইআইডি ও বিএফআইইউতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
রমিজুল ইসলাম বিভাগীয় দায়িত্বের পাশাপাশি অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনকুশনের গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রপরশনালিটি (জিএসপি) ওয়ার্কিং গ্রুপের চেয়ার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত উৎকর্ষের জন্য ডেপুটেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাপানিজ গ্রেন্ট এইড ফর হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট স্কলারশিপের (জেডিএস) আওতায় জাপানের রিটসুমেইকান এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।
একেএম রমিজুল ইসলাম দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে কর্মকালীন তিনি দেশের দ্বিতীয় মিউচুয়াল ইভ্যালুয়েশন প্রণয়নে অসামান্য অবদান রাখেন। যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৬ লাভ করেন। ●
অকা/আখা/ফর/রাত/১৯ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে