সোনালী ব্যাংক পিএলসি এর মোবাইল অ্যাপ সোনালী ই-ওয়ালেট শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত হয়েছে। ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪-এর ইনোভেশন প্রদর্শনীর (শোকেসিং) রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ক্যাটাগরিতে সোনালী ই-ওয়ালেট অ্যাপটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের হাত থেকে সোনালী ব্যাংক পিএলসি এর সিইও মো. আফজাল করিমের পক্ষে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার মফিজ উদ্দীন আহমেদ, ইনোভেশন টিমের সদস্য সচিব ও উপসচিব ফরিদা ইয়াসমিন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির

অকা/শিবা/সখবি/ফর/রাত, ২৪ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version