দীপক মজুমদার, চাঁদপুর ●
ইলিশের শহর চাঁদপুর। জেলেদের জালে ক’দিন ধরে বেশ ইলিশ ধরা পড়ছে। ঈদের পর মাছ ঘাট ঘুরে দেখা যায়, বিক্রেতাদের হাঁকডাক আর নিলামে প্রাণবন্ত চাঁদপুর মাছ ঘাট। বিক্রির জন্য ক্রেতার নাম লিখছেন প্যাকেটের গায়ে কেউ কেউ। ভারী ব্যস্ততা দেখা গেল ২৭ জুলাই সকালে। সরবরাহ প্রচুর, অথচ ইলিশ মাছের দাম কমছে না।
ঘাটে আড়তদার সম্রাট হোসেন (৩২) বলেন, ৮০০-৯০০ গ্রাম ওজনের চাঁদপুরের ইলিশের দাম এক হাজার টাকা, এক কেজি খেকে সোয়া কেজি ওজনের ইলিশের দাম এক হাজার ২০০ টাকা। দেড় কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম প্রায় আঠারো শ’ টাকা। তিনি জানান, ভোলা, বরিশাল সন্দ্বীপ ও হাতিয়া থেকে ঘাটে মাছ আসে। এসব অঞ্চলের ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের বর্তমান দাম ৮০০ টাকা।
কালু পাটওয়ারী নামের চল্লিশোর্ধ এক মাছ ব্যবসাযী এ প্রতিনিধিকে জানান, সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ঘাটে মাছ সরবরাহ বেড়েছে। কিন্তু বিধিনিষেধ লকডাউনের কারণে ক্রেতারা ঘাটে আসতে পারছেন না। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে।
স্থানীয় মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঘাটে ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সারাক্ষণ কাজ করছে সমিতি। হ্যান্ড মাইকের মাধ্যমে সব সময় নিদিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য ক্রেতাদের অনুরোধ জানানো হচ্ছে। কর্মরত কর্মচারি ও শ্রমিকদের সমিতির পক্ষ থেকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
