আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সিলেট জোনের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ নগরীর স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

টাউন হল সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও (সিসি) কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হাসান টিপু এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমির হোসেনসহ অন্য নির্বাহীরা। সিলেট রিজিওনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পীযুষ কুমার সরকারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের সিলেট জোনের ১৬টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী সভায় প্রধান অতিথি চেয়ারম্যান খাজা শাহরিয়ার এবং বিশেষ অতিথি আব্দুল ওয়াদুদ সিলেট জোনের শাখাগুলোর সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। খবর বিজ্ঞপ্তির ●

অকা/ব্যাংখা/সখবি/ফর/বিকাল/২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে

Leave A Reply

Exit mobile version