অর্থকাগজ প্রতিবেদন ●

সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকে অর্থ রাখা ব্যক্তি শ্রেণির আমানতকারীদের জন্য নতুন সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত এ সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে এসব ব্যাংকে জমা রাখা আমানতের বিপরীতে ব্যক্তি আমানতকারীরা বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। তবে এই সুবিধার আওতায় কোনো প্রকার প্রাতিষ্ঠানিক আমানতকারী অন্তর্ভুক্ত হবেন না।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুল্যুশন ডিপার্টমেন্ট বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, মেয়াদি আমানত এবং বিভিন্ন স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যাংক রেট অনুযায়ী বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পরিশোধ করতে হবে।

এর আগে, গত ১৪ জানুয়ারি জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল যে, সমস্যাগ্রস্ত এই পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে তাদের জমাকৃত অর্থের বিপরীতে কোনো ধরনের মুনাফা পাবেন না। সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রকাশ্যে বলেছিলেন, এসব ব্যাংকের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় এবং পুনর্গঠন ও একীভূতকরণের প্রক্রিয়ায় থাকায় সাময়িকভাবে আমানতের ওপর মুনাফা প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী সময়ে ব্যক্তি আমানতকারীদের স্বার্থ, আস্থা রক্ষা এবং ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আগের অবস্থান থেকে সরে এসে এ সীমিত মুনাফা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক পুনরুদ্ধারের স্বার্থে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।

যে পাঁচটি ইসলামী ব্যাংক বর্তমানে এ সিদ্ধান্তের আওতায় রয়েছে, সেগুলো হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তকে ব্যক্তি আমানতকারীদের জন্য আস্থার একটি বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, যদিও ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক পুনর্গঠন এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।

অকা/ব্যাংখা/ই/সকাল/২২ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 6 days আগে

Leave A Reply

Exit mobile version