অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের অর্থনীতিতে জুয়েলারি শিল্প মালিকদের গৌরবোজ্জ্বল অবদান তুলে ধরতে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় ‘ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাজুস’। সারাদেশে ৪০ হাজার জুয়েলার্স পরিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলে এক মিলন মেলায় শামিল হচ্ছে।
১৭ জুলাই বর্ণাঢ্য আয়োজনে ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। দেশের ৬৪ জেলা ও ৪৯টি উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ১৬ জুলাই বাজুস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজনে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোস্টার ঝোলানো, আলোকসজ্জা এবং আলোচনা সভা।
বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও ক্রেতা সাধারণকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সংগঠনের সাবেক সভাপতি এম. এ. ওয়াদুদ খান প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে জানান প্রাণঢালা শুভেচ্ছা। জুয়েলারি খাতে প্রত্য ও পরোভাবে প্রায় ৪৪ লাখ মানুষ সম্পৃক্ত। সরকারের নীতি সহায়তা, সঠিকভাবে উৎসাহ ও কর প্রণোদনা পেলে এ শিল্প তৈরি পোশাক শিল্পের মতো দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতে সম হবে।
দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা শহরে জুয়েলারি ব্যবসা করতে গিয়ে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করে ১৯৬৬ সালের ১৭ জুলাই বাজুস প্রতিষ্ঠা করা হয়। ●
অকা/বাণিজ্য/ফর/সন্ধ্যা/১৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 months আগে

