অর্থকাগজ প্রতিবেদন ●
চলতি ২০২১-২২ অর্থ বছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রফতানি খাতে দেশের আয় হয়েছে দুই হাজার ৯৫৫ কোটি ডলার (২৯.৫৫ বিলিয়ন)। এর মধ্যে পোশাক খাত থেকে এসেছে ৮১.১৭ শতাংশ। অর্থাৎ সাত মাসে পোশাক খাত থেকেই এসেছে প্রায় ২৪ বিলিয়ন ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে দেখা যায়, মহামারির শুরুতে আগের বছর বাণিজ্যে ধীরগতি দেখা দিলেও চলতি অর্থ বছরে রফতানি আয়ে চমক দেখা গেছে। গত বছরের নভেম্বর-ডিসেম্বরের পর চলতি বছরের জানুয়ারিতে বেড়েছে রফতানি আয়। দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পের ওপর ভর করেই বেড়েছে রফতানির এই প্রবৃদ্ধি।
প্রতিবেদন বলছে, পোশাক শিল্পের দু’টি উপ খাত ওভেন ও নিট। কয়েক বছর আগে নিটের চেয়ে ওভেন পোশাক রফতানি থেকে বেশি বিদেশি মুদ্রা আয় হতো। তবে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে ওভেনকে পেছনে ফেলে ওপরে উঠে আসে নিটখাত।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এক হাজার ৩২৭ কোটি ডলারের নিট পোশাক রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩২.৮৯ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাক রফতানি হয়েছে এক হাজার ৭১ কোটি ডলারের। এক্ষেত্রে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৭.২৩ শতাংশ।
একই সময়ে ৮৩ কোটি ডলারের হোম টেক্সটাইল রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ বেশি। জুলাই-জানুয়ারি সময় পোশাক রফতানি থেকে যা আয় হয়েছে, তার ৫৫.৩৪ শতাংশই এসেছে নিট পোশাক থেকে।
উল্লেখ্য, চলতি ২০২১-২২ অর্থ বছরে পণ্য ও সেবা মিলিয়ে মোট ৫১ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্য ধরেছে সরকার, যার মধ্যে পোশাক রফতানি থেকে লক্ষ্যমাত্রা ধরা আছে ৩৫.১৪ বিলিয়ন ডলার।
#
অ/পোশি/ রাত, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
