অর্থকাগজ প্রতিবেদন ●
অবশেষে টনক নড়েছে সরকারের। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা করতে টিকা দেওয়ায় অগ্রাধিকার দিচ্ছে সরকার। করোনা জীবানুনাশক টিকা নিতে এখন আর অনলাইনে নিবন্ধন প্রক্রিয়ার ঝামেলা থাকছে না। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকলেই দেশের যে কোন মানুষ্ টিকা গ্রহণ করতে পারবে। সরকারি উদ্যোগে বিভিন্ন দেশ থেকে এই টিকা কেনা হবে। শুধু চীনের সিনোফার্ম থেকেই আনা হবে দেড় কোটি ডোজ টিকা। এতে ব্যয় হবে ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ এক হাজার ২৭১ কোটি ৯৫ লাখ ৭১ হাজার টাকা। দেশে দ্রুত টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে তিন ধাপে সব মিলিয়ে ৭৯৪ কোটি টাকার বেশি অর্থ ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এটি মোট অর্থের ৬২ শতাংশের বেশি। সর্বশেষ ১ আগস্ট। এ সময় তৃতীয় ধাপে ২৬৭ কোটি ৭৫ লাখ টাকা ছাড় করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সরকার গত ২৭ মে ১৫ কোটি ডলারে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেয়। গত জুনের মাঝামাঝি সময়ে সরকার চীনের তৈরি টিকার প্রথম চালান কিনতে ২৮০ কোটি ৫০ লাখ টাকা ছাড় করে। এরপর গত মাসে দ্বিতীয় দফায় ২৪৬ কোটি ৫০ লাখ টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এবার গত রবিবার তৃতীয় ধাপে ২৬৭ কোটি ৭৫ লাখ টাকা ছাড় করা হয়। ফলে এ পর্যন্ত সব মিলিয়ে ৭৯৪ কোটি ৭৫ লাখ টাকা ছাড় করা হয়েছে।
অর্থ বিভাগ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিনোফার্ম থেকে দ্বিতীয় কিস্তির ‘ভ্যাকসিন’ কিনতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে তিন কোটি ১৫ লাখ মার্কিন ডলার ছাড় করা হলো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬৭ কোটি ৭৫ লাখ টাকা। এ টাকা চলতি ২০২১-২২ অর্থ বছরের অর্থ বিভাগের বাজেটে ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় তহবিল’ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের বরাবর অগ্রিম প্রদান ও ব্যয়ের সম্মতি দেওয়া হয়। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চলতি অর্থ বছরের বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখান থেকেই টিকা কিনতে অর্থ ব্যয় করা হচ্ছে। চীনের সিনোফার্মের টিকা কিনতে ৭৯৪ কোটি টাকাও এ খাত থেকে ব্যয় করা হয়েছে।
দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। এ বছরই কমপক্ষে ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। এদিকে ৩ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সাত দিনে এক কোটি মানুষকে টিকার আওতায় আনার কথা জানিয়েছেন।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
