পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৫। ৯ অক্টোবর বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।
সম্মেলনে সারাদেশ থেকে আগত ৬০০-রও বেশি ব্যবসায়িকভাবে সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন— যিনি একাধারে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর বর্তমান সভাপতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ভাইস চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডাররা।
স্বাগত বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, “পরিচালনা পর্ষদের সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও উন্নয়ন কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের ফলে বেঙ্গল ইসলামি লাইফ ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে চলছে।”
প্রধান অতিথি মো. জসিম উদ্দিন তাঁর বক্তব্যে কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহিতা, তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ এবং কমপ্লায়েন্স-নির্ভর ব্যবসায়িক নীতির প্রশংসা করেন।
চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন,
“সততা, একাগ্রতা ও টিমওয়ার্কের মাধ্যমে আগামী চার বছরের মধ্যে বেঙ্গল ইসলামি লাইফকে দেশের সেরা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে গড়ে তোলা হবে।”
সম্মেলনে শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ কোম্পানির শরিয়াহভিত্তিক পরিচালন কাঠামো ও দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পাশাপাশি ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের লক্ষ্যমাত্রা ও অর্জন কৌশল উপস্থাপন করা হয়। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ই/বিকেল/১৫ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 6 hours আগে