বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন ২০২৫ সফলভাবে ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, পর্যটন নগরী , কক্সবাজার-এর হোটেল সী প্যালেস-এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।
অনুষ্ঠানে সারাদেশ থেকে ৬শ’র অধিক ব্যবসায়িকভাবে সফল উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক এবং এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মোঃ জসিমউদ্দিন; যিনি একাধারে সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বর্তমান প্রেসিডেন্ট, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী, পরিচালকবৃন্দের মধ্যে খলিলুর রহমান মাসুম, চৈতণ্য কুমার দে চয়ন, সিদ্দিকুর রহমান ও কাজী সামিরুল হক এবং শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন শিয়াজিন সাদমিন হক, আরমিনা আরিয়ানা হক, মুশফেকা নুশরাত ও মারজানা নুশরাত নিশা।
স্বাগত বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, “পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, শরি’আহ্ কম্প্লায়েন্স অনুসরণ এবং উন্নয়ন কর্মীদের ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিরলস পরিশ্রমের ফলে কোম্পানি ধারাবাহিক সাফল্যের পথে অগ্রসর হচ্ছে।”
প্রধান অতিথি জসিম উদ্দিন কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহিতা, তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ ও কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনার প্রশংসা করেন। চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, “সততা, একাগ্রতা ও টিমওয়ার্কের মাধ্যমে আগামী চার বছরের মধ্যে বেঙ্গল ইসলামি লাইফকে দেশের সেরা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।”
সম্মেলনে শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ কোম্পানির শরিয়াহ ফ্রেমওয়ার্ক তুলে ধরেন।
সম্মেলনে ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় এবং ২০২৫ সালের ৪র্থ প্রান্তিকের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল উপস্থাপন করা হয়। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ই/বিকেল/১৫ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 8 hours আগে