তারেক আবেদীন ●
দেশে পরিচালিত ৩৫টি জীবন বীমা কোম্পানি ২০২৪ সালের প্রিমিয়াম আয় করেছে ১১ হাজার ৪৩৯ কোটি ৯১ লাখ টাকা। যা ২০২৩ সালে ছিল ১২ হাজার ২৮০ কোটি টাকা। ২০২৪ সালে জীবন বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম ব্যবসা কমেছে ৮৪০ কোটি ৯ লাখ টাকা। তবে ২০২৪ সালে প্রথম বর্ষের ব্যবসায়ের চেয়ে নবায়ন প্রিমিয়াম আয় বেশি হয়েছে। দুবছরের ব্যবসায়ের হিসাব অনিরীক্ষিত। বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন থেকে প্রাপ্ত উপাত্তে দেখা যায় ১৮টি জীবন বীমা কোম্পানির প্রিমিয়াম আয় ব্যবসায় ঋণাত্মক। অর্থাৎ ২০২৩ সালের চেয়ে ২০২৪ বছরে প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি করতে পারেনি। কোম্পানিগুলো হলো- সোনালী লাইফ, পপুলার লাইফ, প্রাইম ইসলামী লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, মেঘনা লাইফ, রূপালী লাইফ, আলফা ইসলামী লাইফ, চার্টার্ড লাইফ, প্রগ্রেসিভ লাইফ, সানফ্লাওয়ার লাইফ, এনআরবি ইসলামিক লাইফ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ, হোমল্যান্ড লাইফ, যমুনা লাইফ, সানলাইফ, গোল্ডেন লাইফ, পদ্মা ইসলামী লাইফ ও ডায়মন্ড লাইফ।
অপরদিকে প্রিমিয়াম আয় সংগ্রহে ১৬টি কোম্পানি ধনাত্মক অবস্থানে রয়েছে। অর্থাৎ ২০২৩ সালের তুলনায় ব্যবসা বেড়েছে। কোম্পানিগুলো হলো- মেটলাইফ আলিকো, ন্যাশনাল লাইফ, ডেল্টা লাইফ, গার্ডিয়ান লাইফ, প্রগতি লাইফ, সন্ধানী লাইফ, বেঙ্গল ইসলামি লাইফ, মার্কেন্টাইল ইসলামী লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ, আস্থা লাইফ, জেনিথ ইসলামী লাইফ, আকিজ তাকাফুল লাইফ, বেস্ট লাইফ, এলআইসি বাংলাদেশ, বায়রা লাইফ ও স্বদেশ ইসলামী লাইফ। ৩৫টি জীবন বীমা কোম্পানির মধ্যে নবাগত শান্তা লাইফ ২০২৪ সাল থেকে বাণিজ্যিক কার্যক্রমে গেছে।
জীবন বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় কমে যাওয়ায় দেশের জিডিপিতে বীমা খাতের অবদান বা পেনিট্রেশন আরো হ্রাস পাবে তা নিশ্চিত। বর্তমানে জিডিপিতে বীমা খাতের অবদান হার ০.৪০ শতাংশ। বীমা খাতের সংশ্লিষ্ট পদস্থ একজন কর্মকর্তা অর্থকাগজকে জানান, কোম্পানিগুলোর ব্যবসায়ের যে উপাত্ত আমরা হাতে পেয়েছি, তাতে বলা যায় এ খাতে প্রবৃদ্ধি বাড়বে না; বরং কমবে।
প্রিমিয়াম আয় হ্রাস প্রসঙ্গে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বীমা বিশেষজ্ঞ মো. জালালুল আজিম অর্থকাগজকে বলেন, এর প্রথম কারণ দেশের বীমা কোম্পানির প্রতি গ্রাহকের অনাস্থা। আমরা বীমা দাবী নিয়ে গ্রাহকদের দিনের পর দিন হয়রানি করছি। বেশ কিছু কোম্পানি গ্রাহকদের টাকা নিয়ে লুটপাট করেছে। কোম্পানির অর্থ আত্মসাত করেছে তারা! কোম্পানিগুলোর বিপুল পরিমাণ অনিষ্পন্ন দাবীর বিশাল দায় নিয়ে আছি আমরা। বাজারের তুলনায় দেশে অনেক বীমা কোম্পানি। নেই দক্ষ ও শিক্ষিত প্রধান নির্বাহী। অপেশাদার এজেন্ট দিয়ে চলছে দেশের জীবন বীমা কোম্পানিগুলোর কার্যক্রম। ফলে মাঠ পর্যায়ে গ্রাহকদের প্রতি নেই তাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা। আমরা গ্রাহক দাবী যথাসময়ে পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। অতি সম্প্রতি প্রগতি লাইফ দ্রুততম সময়ে গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য গোষ্ঠী বীমার ক্যাশলেস একটি পণ্য চালু করেছে। প্রকল্পটির স্বাস্থ্য সেবা নিরাপদ ও নিশ্চিত। তিনি বলেন, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কার্যক্রম যে বীমা উন্নয়নে গতিশীল তাও বলা যাবে না। তবে আশার কথা, ব্যাংকাস্যুরেন্স হয়েছে কবছর হলো; এর সুফল পেতে আরো ৩/৪ বছর সময় লেগে যাবে। তিনি আরো বলেন, দেশের জিডিপি যেভাবে বাড়ছে, বীমার প্রিমিয়াম সেভাবে আমরা বাড়াতে পারছি না। সে কারণেই জিডিপিতে এ খাতের অবদান ১ শতাংশের নীচে।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নূরুজ্জামান এক প্রশ্নের উত্তরে বলেন, ২০২৪ সালে জীবন বীমা কোম্পানির ব্যবসা হ্রাসের কারণ নানাবিধ। তবে মূল কারণ হলো নতুন ব্যবসার চেয়ে বীমা দাবি নিষ্পত্তি নিয়ে কোম্পানিগুলো এ সময় ব্যস্ত ছিল বেশি। ●
২০২৪ সালে দেশের জীবন বীমা কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম
অঙ্ক কোটি টাকায়
ক্রঃ নং |
কোম্পানির নাম |
প্রথম বর্ষ |
নবায়ন |
মোট |
১ |
মেটলাইফ আলিকো |
৫৬৪.১০ |
২৭৪৫.৬০ |
৩৩০৯.৭০ |
২ |
ন্যাশনাল লাইফ |
৫৯১.১০ |
১৫১০.৬০ |
২১০১.৭০ |
৩ |
ডেল্টা লাইফ |
২৬০.২০ |
৬৯২.৫০ |
৯৫২.৭০ |
৪ |
সোনালী লাইফ |
৩২৩.৬০ |
৪৭৬.১০ |
৭৯৯.৭০ |
৫ |
গার্ডিয়ান লাইফ |
৬২৫.১০ |
৭৬.৭০ |
৭০১.৮০ |
৬ |
প্রগতি লাইফ |
২৮৩.৯০ |
২৯৭.৯০ |
৫৮১.৮০ |
৭ |
পপুলার লাইফ |
২২৭.২০ |
৩০৩.৯০ |
৫৩১.১০ |
৮ |
প্রাইম ইসলামী লাইফ |
১৩৫.৮০ |
২৪৫.১০ |
৩৮০.৯০ |
৯ |
ফারইস্ট ইসলামী লাইফ |
৭১.২০ |
৩০৫.৯০ |
৩৭৭.১০ |
১০ |
মেঘনা লাইফ |
৫৯.৬০ |
২৭৫.০০ |
৩৩৪.৬০ |
১১ |
সন্ধানী লাইফ |
৬২.৬০ |
১৮১.৪০ |
২৪৪.০০ |
১২ |
রূপালী লাইফ |
৭৪.৬০ |
১৪৪.২০ |
২১৮.৮০ |
১৩ |
আলফা ইসলামী লাইফ |
১২৫.৩০ |
৭৭.১০ |
২০২.৪০ |
১৪ |
চার্টার্ড লাইফ |
৫৪.৯০ |
৩৩.৯০ |
৮৮.৮০ |
১৫ |
বেঙ্গল ইসলামী লাইফ |
৪৯.৭০ |
২৬.৩০ |
৭৬.০০ |
১৬ |
ট্রাস্ট ইসলামী লাইফ |
৩১.১০ |
২৩.৯০ |
৫৫.০০ |
১৭ |
মার্কেন্টাইল ইসলামী লাইফ |
২৬.৩০ |
২৫.৮০ |
৫৫.১০ |
১৮ |
প্রগ্রেসিভ লাইফ |
২৩.০০ |
১৮.১০ |
৪১.১০ |
১৯ |
আস্থা লাইফ |
২৮.২০ |
১২.৩০ |
৪০.৫০ |
২০ |
সানফ্লাওয়ার লাইফ |
১১.০০ |
২৯.০০ |
৪০.০০ |
২১ |
এনআরবি ইসলামিক লাইফ |
২৪.২০ |
১০.৮০ |
৩৫.০০ |
২২ |
জেনিথ ইসলামী লাইফ |
১৬.২০ |
১৭.৪০ |
৩৩.৬০ |
২৩ |
প্রোটেক্টিভ ইসঃ লাইফ |
২৪.৩০ |
৪.২০ |
২৮.৫০ |
২৪ |
হোমল্যন্ড লাইফ |
১৫.২০ |
১৩.০০ |
২৮.২০ |
২৫ |
আকিজ তাকাফুল লাইফ |
১৬.৮০ |
১০.৪০ |
২৭.২০ |
২৬ |
যমুনা লাইফ |
১৫.৮০ |
৯.৫০ |
২৫.৩০ |
২৭ |
বেস্ট লাইফ |
১৩.৭০ |
১১.৩০ |
২৫.০০ |
২৮ |
সানলাইফ |
৮.১০ |
১৩.১০ |
২১.২০ |
২৯ |
গোল্ডেন লাইফ |
৯.৮৮ |
১০.১৩ |
২০.০১ |
৩০ |
পদ্মা ইসলামী লাইফ |
১২.২০ |
৬.৯০ |
১৯.২০ |
৩১ |
এলআইসি |
৭.৯০ |
১০.২০ |
১৮.১০ |
৩২ |
ডায়মন্ড লাইফ |
১১.১০ |
৩.৫০ |
১৪.৬০ |
৩৩ |
বায়রা লাইফ |
৫.৬০ |
০.৩০ |
৫.৯০ |
৩৪ |
স্বদেশ লাইফ |
৪.৬১ |
৩.৩৯ |
৮.০০ |
৩৫ |
শান্তা লাইফ |
০.৪০ |
- |
০.৪০ |
|
মোট = |
৩৮১৪.৪৯ |
৭৬২৫.৪২ |
১১৪৩৯.৯১ |
উপাত্ত - বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন
অকা/জীবী/বিপ্র/ই/দুপুর/২৮ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 5 months আগে