প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের করপোরেট গ্রাহক ‘দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’ এ কর্মরত মৃত রুমি আরা এর মৃত্যুদাবির ৫ লাখ টাকার চেক উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে। চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডাঃ কিশোর বিশ্বাস, সিএফও মোঃ শহিদুল ইসলাম এবং অডিট বিভাগ প্রধান মোঃ আফজালুর রহমান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ই/ সকাল/২৪ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 months আগে

