সময়ের আবর্তে ‘অগ্রযাত্রার অর্ধযুগের অদম্য’কে ধারণকল্পে বেসরকারি জীবন বীমা আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে। এ উপল্েয মহাখালীর এসকেএস টাওয়ারে কোম্পানির প্রধান কার্যালয়ে অতিথিবৃন্দের অভ্যর্থনা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, নতুন প্রোডাক্ট উদ্বোধন, মধ্যাহ্ন ভোজ, কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে সৌহার্দ্য বিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে এবং জীবন বীমায় মানুষের আস্থার সংকট দূর করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গঠিত হয়। আর এ ল্য অর্জনে আস্থা লাইফ এর সেলস ফোর্সগণ যেভাবে সেনাবাহিনীর আদর্শ, প্রতিশ্রুতি রা, স্বচ্ছতা, বিশ্বস্ততা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে জনগণের সেবায় ও বীমা শিল্পে গ্রাহক সেবা নিশ্চিতকরণে কাজ করে চলেছেন তা প্রশংসনীয়।
তিনি বলেন, আস্থা লাইফ এর কোম্পানি কমপ্লায়েন্সের েেত্র শতভাগ নিয়ম-নীতি অনুসরণ, প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি অর্জন, পজিটিভ লাইফ ফান্ড তৈরি যা প্রায় ৫১ কোটিতে উন্নতিকরণ, শতভাগ বীমা দাবি নিষ্পত্তিকরণ ইত্যাদি উল্লেখযোগ্য অর্জনে সেলস ফোর্সগণ এবং এদের সহযোগী বা কাণ্ডারী হিসেবে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ যেভাবে অকান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা অনস্বীকার্য। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা আরো বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রোপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বীমা সেবার আওতা বৃদ্ধি করার জন্য দেশের বিভিন্ন শিা প্রতিষ্ঠানে বীমা সেবার ইতিবাচক দিকগুলো তুলে ধরাসহ বিভিন্ন সেনানিবাসে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে।
পরিশেষে তিনি কোম্পানির সকল ডিপার্টমেন্টের কর্মমূল্যায়ন উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপনসহ সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি//ফর/রাত/২ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 day আগে