Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ২ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    অর্থকাগজঅর্থকাগজ

    লোকসান ও সংকটে শেয়ার বাজারে ৫৭ কোম্পানির শূন্য ডিভিডেন্ড

    ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক দুরবস্থার প্রতিফলন স্পষ্ট হয়ে উঠছে ডিভিডেন্ড ঘোষণায়। চলতি ২০২৪–২৫ অর্থবছরের জন্য অন্তত ৫৭টি তালিকাভুক্ত কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদের কোনো ধরনের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের একটি অংশ সরাসরি লোকসানে রয়েছে, আর বাকিগুলো মুনাফা অর্জন করলেও আগের বছরের জমাকৃত লোকসান ও আর্থিক সীমাবদ্ধতার কারণে ডিভিডেন্ড দিতে পারছে না। এ পর্যন্ত প্রায় ২০০টি কোম্পানি তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে শূন্য ডিভিডেন্ডের এই প্রবণতা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

    খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শূন্য ডিভিডেন্ড ঘোষণাকারী কোম্পানিগুলোর মধ্যে পাঁচটি ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রয়েছে। তবে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে উৎপাদন ও শিল্প খাতে। বিশেষ করে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো এই তালিকায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে। মোট ১২টি রাষ্ট্রায়ত্ত কোম্পানি চলতি অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড সুপারিশ করতে পারেনি। কয়েক বছর আগেও যেসব প্রতিষ্ঠান নিয়মিত লভ্যাংশ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ধরে রেখেছিল, এখন তারাই ধারাবাহিক লোকসান ও আর্থিক সংকটে পড়েছে।

    বস্ত্র খাতের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। ডিএসইতে তালিকাভুক্ত ৫৮টি বস্ত্র কোম্পানির মধ্যে ১৩টি প্রতিষ্ঠান ২০২৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই খাতের অধিকাংশ কোম্পানি দীর্ঘদিন ধরে লোকসান বা নামমাত্র মুনাফার মধ্যে রয়েছে। কাঁচামালের উচ্চ মূল্য, জ্বালানি ব্যয় বৃদ্ধি, ডলারের অস্থিরতা এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় বস্ত্র শিল্পের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে।

    বিশ্লেষকরা বলছেন, অনেক কোম্পানি সরাসরি লোকসানে না থাকলেও তাদের সংরক্ষিত আয় (retained earnings) নেতিবাচক হওয়ায় আইনগতভাবেই ডিভিডেন্ড দেওয়ার সুযোগ নেই। এর পেছনে রয়েছে মহামারি-পরবর্তী ধীরগতির অর্থনৈতিক পুনরুদ্ধার, রাজনৈতিক অনিশ্চয়তা, সুদের হার বৃদ্ধি এবং উৎপাদন খরচের ধারাবাহিক ঊর্ধ্বগতি। ফলে ব্যবসায়িক আয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে ঋণ পরিশোধ ও পরিচালন ব্যয় মেটাতে।

    সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর ক্ষেত্রে পরিস্থিতি আরও স্পষ্ট। বিদ্যুৎ, এনবিএফআই, ইঞ্জিনিয়ারিং ও খাদ্য খাতের একাধিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবার ডিভিডেন্ড থেকে সরে এসেছে। অথচ মাত্র তিন বছর আগেও এসব কোম্পানির বড় একটি অংশ লাভজনক ছিল এবং শেয়ার হোল্ডারদের জন্য নিয়মিত লভ্যাংশ ঘোষণা করত। বর্তমানে লোকসান, উচ্চ দেনা ও ব্যবস্থাপনার সীমাবদ্ধতা তাদের আর্থিক সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

    ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) টানা দ্বিতীয় বছরের মতো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা ২০০৬ সালে পুঁজি বাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম। ২০২৩–২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় ১২৫ কোটি টাকা লোকসান করেছে এবং সামগ্রিকভাবে এর জমাকৃত লোকসান বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ১৭২ কোটি টাকায়। বিদ্যুৎ খাতে উচ্চ উৎপাদন ব্যয় ও রাজস্ব ঘাটতি ডেসকোর আর্থিক অবস্থাকে আরও দুর্বল করেছে।

    আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাজারের দীর্ঘ মন্দা, দুর্বল বিনিয়োগ সিদ্ধান্ত এবং পোর্টফোলিওর অবমূল্যায়নের কারণে ২০২৫ অর্থবছরে আইসিবির লোকসান দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২১৪ কোটি টাকা। অথচ ২০২৪ অর্থবছরেও তারা মাত্র ২ শতাংশ নগদ ডিভিডেন্ড দিতে পেরেছিল, যা একসময়কার উচ্চ ডিভিডেন্ড ইতিহাসের তুলনায় ছিল অনেক কম।

    পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিও টানা দ্বিতীয় বছরের মতো ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে। একসময় এই কোম্পানিটি পুঁজিবাজারে স্থিতিশীল ও আকর্ষণীয় ডিভিডেন্ড প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। বর্তমানে উচ্চ ব্যয়, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং আর্থিক চাপ তাদের সেই অবস্থান বদলে দিয়েছে।

    এ ছাড়া বাংলাদেশ সার্ভিসেস, ন্যাশনাল টি, রেনউইক যজ্ঞেশ্বর, শ্যামপুর সুগার মিলস, উসমানিয়া গ্লাস, জিল বাংলা সুগার, অ্যাটলাস বাংলাদেশ, ইস্টার্ন কেবলস ও আজিজ পাইপসের মতো একাধিক সরকারি প্রতিষ্ঠানও চলতি অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

    বেসরকারি খাতেও চিত্র খুব একটা ভালো নয়। বস্ত্র খাতের ম্যাকসন্স স্পিনিং মিলস এককভাবে প্রায় ২২৪ কোটি টাকার লোকসান করেছে, যা গত তিন বছরে জমে দাঁড়িয়েছে প্রায় ৪০৬ কোটি টাকা। টানা লোকসানের কারণে প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে; সর্বশেষ তারা ২০২২ সালে ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছিল। কাগজ শিল্পের বড় প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস কাঁচামালের সংকট, ঋণের চাপ ও উৎপাদন ব্যয়ের কারণে এবারও ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। একইভাবে, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড ২০২৪–২৫ অর্থবছরে প্রায় ৬৬ কোটি টাকার রেকর্ড লোকসান দেখিয়ে প্রথমবারের মতো ডিভিডেন্ড সুপারিশ থেকে সরে এসেছে।

    সামগ্রিকভাবে শূন্য ডিভিডেন্ডের এই প্রবণতা দেশের অর্থনীতির গভীর কিছু কাঠামোগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে। বিনিয়োগ স্থবিরতা, উৎপাদনে বাধা, উচ্চ সুদ ও ডলার সংকট—সব মিলিয়ে কোম্পানিগুলোর আর্থিক ভিত নড়বড়ে হয়ে পড়েছে। এর প্রভাব সরাসরি পড়ছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থায়, যা পুনরুদ্ধার করতে হলে ব্যবসা পরিবেশে স্থিতিশীলতা, নীতিগত সহায়তা এবং করপোরেট ব্যবস্থাপনায় সংস্কার এখন অত্যন্ত জরুরি। ●
    অকা/পুঁবা/ই/সকাল/১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পুঁজি বাজারে গতি ফেরাতে ১৩ হাজার কোটি টাকার তহবিল ও কাঠামোগত সংস্কারের সুপারিশ

    আমানতকারীর আস্থা ফেরাতে চড়া মুনাফা ও বীমা ফেরতের পথে সম্মিলিত ইসলামী ব্যাংক

    খেলাপি ঋণের লাগামহীন উল্লম্ফনে বৈশ্বিক ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংক খাত

    কর কাঠামোর বৈষম্য, গ্রে মার্কেটের দাপট এবং বাজারের অদক্ষতা
    বাংলাদেশে স্মার্টফোনের অস্বাভাবিক দাম

    পুঁজি বাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতে মিশ্র চিত্র

    কৃত্রিম মুনাফায় বোনাস বন্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর বিধিনিষেধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    লোকসান ও সংকটে শেয়ার বাজারে ৫৭ কোম্পানির শূন্য ডিভিডেন্ড

    রমজানকেন্দ্রিক আমদানি চাপে বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছাল

    ইইউ ও উদীয়মান বাজারে দুর্বলতায় চাপ বাড়ছে পোশাক রফতানিতে

    পুঁজি বাজারে গতি ফেরাতে ১৩ হাজার কোটি টাকার তহবিল ও কাঠামোগত সংস্কারের সুপারিশ

    সিন্ডিকেটের কারসাজিতে পেঁয়াজের বাজারে অস্বস্তি

    আমানতকারীর আস্থা ফেরাতে চড়া মুনাফা ও বীমা ফেরতের পথে সম্মিলিত ইসলামী ব্যাংক

    অর্থনৈতিক চাপ ও অর্থায়ন সংকটে দিশাহারা দেশের এসএমই খাত

    খেলাপি ঋণের লাগামহীন উল্লম্ফনে বৈশ্বিক ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংক খাত

    কর কাঠামোর বৈষম্য, গ্রে মার্কেটের দাপট এবং বাজারের অদক্ষতা
    বাংলাদেশে স্মার্টফোনের অস্বাভাবিক দাম

    পুঁজি বাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতে মিশ্র চিত্র

    কৃত্রিম মুনাফায় বোনাস বন্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর বিধিনিষেধ

    সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত – ধাপে উত্তোলন স্কিম চূড়ান্ত

    চাহিদা কমায় বাজারে মন্থরতার ছায়া
    নিলামে ডলার কেনায় স্থিতিশীলতা

    অনলাইন ভ্যাট রিফান্ডে স্থবিরতা

    নভেম্বরে মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী

    রাজনৈতিক অনিশ্চয়তা ও এনবিএফআই সংকটে শেয়ার বাজারে টানা দরপতন

    জামানতহীন ঋণ বন্ধে আইএমএফের চাপ

    শেয়ার বাজারে দীর্ঘমেয়াদি মন্দা

    খেলাপি ঋণ সংকটে আংশিক অবলোপন নীতি

    চার মাসের ধারাবাহিক পতনে উদ্বেগ বাড়ছে
    রফতানি আয় টানা চাপে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.