তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যবস্থায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আইএসও ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে। সনদটি প্রদান করেছে বিশ্বব্যাপী স্বীকৃত অডিট ও সার্টিফিকেশন সংস্থা ইন্টারটেক, যা যুক্তরাজ্যের স্বীকৃত সংস্থা ইউকেএএস (টকঅঝ) কর্তৃক অনুমোদিত। আনুষ্ঠানিকভাবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম ইন্টারটেকের আইটি প্রধান নুরুল ইসলাম চৌধুরীর কাছ থেকে সনদ গ্রহণ করেন।
এই মর্যাদাপূর্ণ সনদ প্রগতি লাইফের তথ্য নিরাপত্তা, গ্রাহক আস্থা এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এই মান বজায় রাখা ও আরো উন্নয়নের জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস, এফসিএ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত /১১ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 month আগে