ইস্টার্ন ব্যাংক গ্রাহকদের শরিয়াহভিত্তিক জীবন বীমা সেবা প্রদানের লক্ষ্যে দেশের বেসরকারি জীবন বীমা করপোরেশন কোম্পানি আকিজ তাকাফুল ইন্স্যুরেন্স জীবন বীমার সঙ্গে একটি ব্যাংকেশিওরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ইবিএল গ্রাহকদের বিভিন্ন ধরনের শরিয়াহভিত্তিক জীবন বীমা সমাধান দেয়া সম্ভব হবে।
ইস্টার্ন ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা তাকাফুলের জীবন বীমা সেবা গ্রহণ করার সুযোগ পাবেন, যা বিশ্বাসভিত্তিক মূল্যবোধ অনুসরণ করে পারিবারিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এবং প্রধান ব্যাংকেশিওরেন্স কর্মকর্তা এম খোরশেদ আনোয়ার এবং আকিজ তাকাফুলের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান করপোরেট বিজনেস কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান খান সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবিএল ইসলামী ব্যাংকিংয়ের উপপ্রধান এ কে এম মিজানুর রহমান, ব্যাংকেশিওরেন্স এবং স্টুডেন্ট ব্যাংকিং প্রধান মো. রকিব; আকিজ তাকাফুলের ভারপ্রাপ্ত সিইও সাজ্জাদুল করিম, ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগ প্রধান আব্দুস সালাম খন্দকার, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স প্রধান পারভেজ, এভিপি মো. কামরুজ্জামান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/১৩ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে