আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির সব শাখা এবং উপ শাখায় ‘আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে।
২৯ জুন ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মাদ হোসেন এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়াও একযোগে ব্যাংকের ২২৬টি শাখা এবং ৮৮টি উপ শাখায় ‘আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৫’ উদযাপিত হয়। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 week আগে