বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকট দেখবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। একই সঙ্গে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানবসম্পদের দক্ষতা বাড়াতে জোর দিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যন্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নরসের সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেয়ার প্রথা রয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থসচিব ও ডেপুটি গভর্নর সভায় যোগ দেন।

আইএমএফ বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে তেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই এ বিষয়ে সবাইকে আগাম প্রস্তুতি নিতে হবে। নতুন করে বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিয়েছে আইএমএফ।

সংবাদ সম্মেলনে আইএমএফের এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে।’

এসময় আইএমএফ সভাপতি ও সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মেদ আলজাদান বলেন, ‘খুবই দুঃখজনক বিষয় হলো ভূ-রাজনৈতিক সংকট বাড়ছে। কোনো সন্দেহ নেই যে, এ কারণে অর্থনীতি আবারও সংকটে পড়বে। গরিব মানুষের স্বার্থেই সংঘাত বাদ দিয়ে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে তেলের দাম বাড়তে পারে, এর প্রভাব সবদিকেই পরবে। এ প্রসঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘তেলের ব্যাপারটা কমপ্লিকেটেড। আমরা রিসিভিং এন্ডে অনেক কিছু করতে পারি না। দেখা যাক, সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে।’

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version