দেশের শীর্ষ স্থানীয় বীমা প্রতিষ্ঠান পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ৪০তম বার্ষিক সাধারণ সভা ৩০ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর সকল নিয়মনীতি মেনে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সকল কমিটির চেয়ারপারসনগণ, সকল পরিচালক, সংবিধিবদ্ধ নিরীকে প্রতিনিধি, স্ক্রুটিনাইজার, ডিএসই, সিএসই ও বিএসইসির অবজারভারগণ এবং ২৫০-এর বেশি শেয়ার হোল্ডারগণ ভার্চুয়াল লিংকের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।
শেয়ার হোল্ডারগণ ২০২৪ সালের নিরীতি আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদনগুলো, ২০২৪ সালের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এ ছাড়াও পরিচালক নির্বাচন ও নিয়োগসহ ২০২৫ সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কম্প্লায়েন্স নিরীক্ষক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করেন।
কোম্পানির ২০২৪ সালের নিরীতি আর্থিক বিবরণী অনুমোদনের পূর্বে অডিট কমিটির চেয়ারপারসন শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে বলেন, শুরু থেকেই ধারাবাহিকভাবে পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বছরে কোনো অতিরিক্ত সাধারণ ক্রিয়াকলাপ ঘটেনি এবং আর্থিক বিবরণীতে এ ধরনের কোনো প্রতিফলনও পরিলক্ষিত হয়নি। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 week আগে