দেশের বেসরকারি জীবন বীমা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহক দিলীপ ধর এর মেয়াদোত্তর বীমা দাবীর ৩৪,৭৭,০১৭ টাকার চেক কোম্পানির প্রধান কার্যালয়ে বীমা গ্রাহকের নিকট হস্তান্তর করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও এইচআর) মোসাম্মৎ ইসমতারা ও ভাইস প্রেসিডেন্ট (দাবী) সৈয়দ তারিকুর রশীদ। খবর বিজ্ঞপ্তির 

অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 10 months আগে

Leave A Reply

Exit mobile version