Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ২৬ আষাঢ়, ১৪৩২ | ১১ জুলাই, ২০২৫
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচকের উন্নতিতে পুঁজি বাজারে নতুন অর্থ বছর শুরু

    জুলাই ২, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দু’দিন সংশোধনের পর অর্থ বছরের প্রথম কার্যদিবসটি ভালোভাবেই পার করেছে দেশের পুঁজি বাজার। ২ জুলাই দেশের দুই পুঁজি বাজারই সূচকের উন্নতি দিয়ে দিন শেষ করে। এর আগে দু’দিন বাজারগুলোতে সংশোধন ঘটলেও তা ছিল খুবই সহনীয়। বাজারসংশ্লিষ্টরা এ সংশোধনকে বাজারকে টেকসই হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করেন। তাদের মতে, সাম্প্রতিক সময়ের পুঁজি বাজার আচরণ অতীতের যেকোনো সময়ের চেয়ে যৌক্তিক বলেই মনে হচ্ছে। কারণ এবার বাজার সূচকের উন্নতিতে যেমন বাড়াবাড়ি নেই তেমনি হতাশা তৈরি হওয়ার মতো সংশোধনও ঘটছে না।

    পুঁজি বাজারের বিগত অর্থ বছরের প্রায় পুরোটাই কেটেছে হতাশার মধ্যে। অর্থবছরের প্রথম ছয় মাস সময়ের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী কয়েকটি সপ্তাহ পুঁজি বাজার ইতিবাচক ধারায় ফিরলেও ক্রমান্বয়ে দেশের আর্থিক খাতের প্রকৃত চিত্র সাধারণ জনগণের কাছে প্রকাশিত হতে থাকলে পুঁজি বাজারে এর ব্যাপক প্রভাব পড়ে। কারণ পুঁজি বাজারের তালিকাভুক্ত কোম্পানির একটি বড় অংশই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। রয়েছে এ দুই খাতের সাথে সম্পর্কিত বীমা খাতও। ফলে এ খাতগুলোর ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনা গোটা পুঁজি বাজরকেই অস্থিরতায় ফেলে দেয়। ধারাবাহিক পতনের শিকার হয় পুঁজি বাজারগুলো। দীর্ঘ সময় ধরে পতন চলতে থাকায় পুঁজি হারিয়ে রাস্তায় নামতে দেখা যায় বিনিয়োগকারীদের।

    এর মধ্যে অন্তর্বর্তী সরকার আগের সরকারের আমলের পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) পুনর্গঠন করলেও বাজারের সঙ্কট উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছিল না। একই সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা সন্দেহ তৈরি হলে তাও বাজারকে প্রভাবিত করতে থাকে। দীর্ঘ সময় ধরে বাজার সঙ্কটের কোনো সুরাহানা হওয়ায় বিনিয়োগকারীরাসহ পুঁজি বাজার সংশ্লিষ্টদের একটি বড় অংশ এর জন্য নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করতে থাকেন। মাঝখানে কমিশন কর্তৃক বিএসইসির একজন শীর্ষ কর্মকর্তাকে অপসারণের ঘটনায় কমিশনেও বড় ধরনের সঙ্কট সৃষ্টি হলে পরিস্থিতির আরো অবনতি ঘটে। তবে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বস্তিতে ফিরলে পুঁজি বাজারও সঙ্কট থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেয়। অর্থ বছরের শেষ ক’দিন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করে পুঁজি বাজারগুলো।
    এ দিকে পুঁজি বাজারের বিনিয়োগকারীরা নতুন অর্থবছরে এক ভালো পুঁজি বাজারের প্রত্যাশা করছেন। ২ জুলাই মতিঝিলে বিভিন্ন ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকের বিভিন্ন ট্রেডিং ফোরে বিনিয়োগকারীদের কাছে জানতে চাইলে তারা তাদের এ প্রত্যাশার কথা জানান। একটি রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানের সাবেক একজন কর্মকর্তা নিজের নাম ও পদবি উল্লেখ না করার শর্তে নয়া দিগন্তকে বলেন, বাজার এখন যে অবস্থায় রয়েছে তাতে কিছুটা শৃঙ্খলায় ফিরলে বিনিয়োগকারীদের হারানো পুঁজির একটি বড় অংশ ফিরে পেতে পারেন। তিনি মনে করেন, এ জন্য বিনিয়োগকারীদেরও কিছুটা ধৈর্যের পরিচায় দিতে হবে। যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে হুট হাট শেয়ার বিক্রি করার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। বাজারে ঘুরতে থাকা গুজবে কান না দিয়ে সুচিন্তিত বিনিয়োগ সিদ্ধান্ত নেয়া গেলে বাজারের বর্তমান মূল্যস্তরে ঝুঁকিমুক্ত থাকা সম্ভব।

    ২ জুলাই সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা ও চট্টগ্রাম দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে, যা বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। দুই বাজারের সব সূচকেরই কমবেশি উন্নতি ঘটে এ দিন। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৯৪ পয়েন্ট বৃদ্ধি পায়। ৪ হাজার ৮৩৮ দশমিক ৩৯ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি ১ জুলাই দিনশেষে স্থির হয় ৪ হাজার ৮৬৫ দশমিক ৩৩ পয়েন্টে। বাজারটির অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ১ দশমিক ৭৩ ও ৫ দশমিক ০৩ পয়েন্ট। দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক এ দিন ৯০ দশমিক ৪১ পয়েন্ট বৃদ্ধি পায়। এখানে সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ৪৬ দশমিক ৮৪ ও ৪৮ দশমিক ৮০ পয়েন্ট।

    পুঁজি বাজার বিশ্লেষকরা মনে করেন, অর্থ বছরের প্রথম দিন সূচকের এ উন্নতি বিনিয়োগকারীদের কিছুটা হলেও আশ্বস্ত করেছে। পুঁজি বাজার নিয়ে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে যেভাবে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে তা অতীতে দেখা যায়নি। বর্তমান নিয়ন্ত্রয়ক সংস্থার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যৌথ উদ্যোগে কাজ করলে সঙ্কট উত্তরণ অনেকটা সহজ হয়ে উঠবে। এতে সামনের দিনগুলো বিনিয়োগকারীদের হারানো মূলধন কিছুটা হলেও ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

    ২ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি। ২০ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকায় কোম্পানিটির ৪০ লাখ ১৮ হাজার শেয়ার হাতবদল হয় ২ জুলাই। ১৬ কোটি ০৩ লাখ ২০ হাজার টাকায় ৫৮ লাখ ৯৮ হাজার শেয়ার বেচাকেনা করে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস। ১৫ কোটি ১৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো।

    লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিলÑ ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, আলিফ ইন্ডাস্ট্রিস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী ব্যাংক ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ।

    ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭৭টির দর বেড়েছে ২ জুলাই। সবচেয়ে বেশি দর বেড়েছে বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টের। এ দিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। একই হারে মূল্যবৃদ্ধি পাওয়া ব্যাংক বহির্ভূত আাির্থক প্রতিষ্ঠান ইসলামী ফিন্যান্স ছিল দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে। আর ৯.৮৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মেঘনা ইন্স্যুরেন্স। এ ছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, রূপালী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, এস ই এম এল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, তুংহাই নিটিং ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

    এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯ টির দর কমেছে। ২ জুলাই সবচেয়ে বেশি দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং এর। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬.৬৭ শতাংশ কমেছে। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্সুরেন্স এর দর কমেছে ৫.৯০ শতাংশ। দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল বার্জার পেইন্টস, স্ট্যান্ডার্ড ব্যাংক, মিঠুন নিটিং, প্রিমিয়ার লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স,ইন্দো বাংলা ফার্মা, ন্যাশনাল ব্যাংক এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 week আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সবাই সাফল্য লাভ করলেও আমরা ব্যর্থ কেন মার্কিন শুল্ক কমাতে?

    উদ্যোক্তা ও স্টার্টআপে ঋণ সুবিধা
    বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার নতুন তহবিল

    আবার ৫ হাজার পয়েন্ট পার করল ডিএসই সূচক

    এনবিএফআই বিনিয়োগে ঝুঁকি কমাতে প্রভিশনিং বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক

    যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত নয়- অর্থ উপদেষ্টা

    ফের ৬০০ কোটির ঘরে ডিএসইর লেনদেন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নতুন পাল্টা শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের

    যে সব সেবায় রিটার্ন জমা দেখাতে হবে না

    সবাই সাফল্য লাভ করলেও আমরা ব্যর্থ কেন মার্কিন শুল্ক কমাতে?

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনা সম্পন্ন

    পোশাক রফতানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

    উদ্যোক্তা ও স্টার্টআপে ঋণ সুবিধা
    বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার নতুন তহবিল

    ন্যাশনাল লাইফের বীমা দাবি পরিশোধ

    আবার ৫ হাজার পয়েন্ট পার করল ডিএসই সূচক

    আরো দুটি পোশাক কারখানা ‘গ্রিন ফ্যাক্টরির’ তালিকায় যুক্ত হলো

    আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর ব্যবসায়ীদের

    বাংলাদেশ-চীন-পাকিস্তানের সাথে একসঙ্গে কাজ করতে সম্মত চীন

    যুক্তরাষ্ট্রে ৩৫% শুল্কের হুমকিতে বাংলাদেশের পোশাক রফতানি
    অর্থনীতিতে ঝুঁকির ঘনঘটা

    এনবিএফআই বিনিয়োগে ঝুঁকি কমাতে প্রভিশনিং বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক

    যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক চূড়ান্ত নয়- অর্থ উপদেষ্টা

    আল-আরাফাহ্ ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    ফের ৬০০ কোটির ঘরে ডিএসইর লেনদেন

    মূল্যস্ফীতি ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন
    চার মাস ধরে মূল্যস্ফীতির গতি কমছে

    নিয়ন্ত্রক পদক্ষেপ না নেয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশ
    অবৈধভাবে দীর্ঘ সময় ধরে প্রধান নির্বাহী পদে ৫ বীমা কর্মকর্তা

    ট্রাম্পের শুল্কনীতি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ঝুঁকি তৈরি করছে

    গুগলের ডিজিটাল দেনদেন জনপ্রিয় হয়ে উঠছে

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি

    Type above and press Enter to search. Press Esc to cancel.