অর্থকাগজ প্রতিবেদন

অভিজ্ঞ বীমা নির্বাহী অজিত চন্দ্র আইচ চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। কোম্পানির পর্ষদ তাঁকে এ পদে নিয়োগ দেওয়ার পর আজ (২৮ অক্টোবর, ২০২৫) তিনি কাজে যোগদান করেছেন।

গত ১৫ অক্টোবর আগের সিইও ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল কোম্পানি ছেড়ে চলে যান। মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে ড. মণ্ডলের আদালতে  আইনগত নিষ্পত্তি না হওয়া অবধি কোম্পানির নিয়মিত নির্বাহী কাজ পরিচালনায় অজিত চন্দ্র আইচ ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করবেন।

বীমা জগতের ব্যক্তিত্ব অজিত চন্দ্র আইচ, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন গ্রামের এক সম্ভ্রান্ত সনাতন পরিবারে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন শুরু গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে ১৯৭৮ সালে বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্র থেকে এসএসসি এবং ১৯৮০ ও ১৯৮২ সালে আনোয়ারা ডিগ্রী কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি এবং বিকম পাস করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে এমকম ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চ্যালেঞ্জিং পেশা হিসেবে বীমা শিল্পকে বেছে নেন। আনোয়ারায় জন্ম নেয়া বীমা জগতের সম্রাট নামে খ্যাত জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন কর্মকর্তা হিসেবে পেশাজীবন শুরু করেন। 

এরপর ১৯৮৯ সালে তিনি দেশের প্রথম প্রাইভেট বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে যোগদান করেন। আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে ন্যাশনাল লাইফ থাকাবস্থায় খ্যাতনামা বীমা বিশেষজ্ঞদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেকে সাংগঠনিক ভাবে গড়ে তুলতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যান। সে সময় সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা সৃষ্টি করায় পরপর তিনবার তিনি ন্যাশনাল লাইফে শীর্ষস্থানীয় এ্যাওয়ার্ড লাভ করেন। 

পরে ১৯৯৩ সালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। সে সময় তিনি একক বীমার প্রকল্পের পাশাপাশি সন্ধানী ডিপিএস ও গ্রামীণ ডিপিএস নামের দুটি প্রকল্প চালু করে সাড়া ফেলেন। অজিত চন্দ্র আইচের এই দূরদর্শী পরিকল্পনায় বীমা সেক্টরে নতুন দিগন্তের পথ উন্মোচিত হয়। প্রায় ২৩ বছর সন্ধানী লাইফ এ কর্মরত থাকার পর অজিত চন্দ্র ২০১৩ সালে সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর প্রতিষ্ঠাতা মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেন। শুরু করেন শতভাগ আইটি বেইজড কার্যক্রম। ফলে সোনালী লাইফ তথা বীমা খাতে গ্রাহকদের আস্থা লাভ করে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পর অজিত চন্দ্র আইচ প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

বীমা শিল্পের ওপর প্রশিক্ষণ নিতে তিনি জাপান, মালয়েশিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া ভ্রমণ করেছেন। অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন বিশ্বের উন্নত দেশগুলোর বীমা শিল্পের তুলনায় বাংলাদেশের অবস্থান। এজন্যই আমৃত্যু বীমা পেশায় নিজেকে সম্পৃক্ত রাখতে বদ্ধপরিকর তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে অনিন্দিতা আইচ ডাক্তারি পেশায় ও ছেলে অভিজিৎ আইচ অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত আছেন।
অকা/জীবীকো/প্র/ই/বিকেল/২৮ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 10 hours আগে

Leave A Reply

Exit mobile version