অর্থকাগজ প্রতিবেদন ●
পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ দেশের সব পোশাক কারখানা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৬ আগস্ট পৃথক বার্তায় সংগঠন দুটি এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএর বার্তায় বলা হয়েছে, ৭ আগস্ট বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক জরুরি বোর্ড মিটিংয়ে ৮ আগস্ট ফ্যাক্টরি খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিকেএমইএর প্রধান নির্বাহী কর্মকর্তার পক্ষে ব্যবসায়ীদের পাঠানো পৃথক বার্তায় বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে শিল্প-কারখানা খোলা রাখার ঘোষণা থাকায় ৭ আগস্ট থেকে আপনার শিল্পপ্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করুন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সঙ্গে নিয়ে কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধও জানিয়েছে বিকেএমইএ। ●

অকা/শিবা/ফর/সকাল/৭ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version