অর্থকাগজ প্রতিবেদন ●
ই কমার্স কর্মকাণ্ড তদারকিতে কোম্পানী গঠনে বাংলাদেশ ব্যাংকের পরিকল্পন রয়েছে। দেশের ই কমার্স প্লাটফর্মে থাকা প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকদের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিতকরণে তাদের এই তদারকি। এ জন্য ইউনিভার্সেল এসক্রো সার্ভিস (ইউইএস) নামে তথ্য ও প্রযুক্তি অবকাঠামোগত একটি কোম্পানী গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হবে অনলাইনে কেনাকাটা, লেনদেন ও সেবাগ্রহণকারীদের অধিকার নিশিচত করা। এ পরিকল্পনার অংশ হিসেবে ইউইএস এর কর্মপরিধি, জনবল কাঠামো ও আইনগত দিক ইত্যাদি বিষয়ে পরিকল্পনা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে ক’দিন আগে একটি কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল একজন কর্মকর্তা অর্থকাগজ এর প্রতিনিধিকে আরও জানান, অতিমারি করোনার বিরাজমান সংকটের মধ্যে ঘরে থাকা মানুষ ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে কেনাকাটার ওপর নির্ভর হয়ে পড়েছেন। কখনও কখনও ক্রেতা প্রতারিত হচ্ছেন। সামাজিক যোগাযোগ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রদর্শিত কাংখিত পণ্য ও সেবার প্রচারে আকৃষ্ট হয়ে ক্রয় আদেশ দিচ্ছেন। কিন্তু চাহিদা অনুযায়ি ভোক্তা বা ক্রেতা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়গুলোর সমাধানে বিক্রেতা ও সেবা প্রদানকারিকে তদারকির আওতায় আনবে ইউইএস কোম্পানী। তার মতে, এ ব্যাপারে কাজ শুরু করার জন্য কোম্পানীকে পরিশোধিত মূলধন হিসেবে রাখতে হবে ১০০ কোটি টাকা। ব্যাংক, পরিশোধ প্রক্রিয়া সম্পন্নকারি, ই কমার্স প্রতিষ্ঠান ইচ্ছা করলে তাদের তহবিল এ কোম্পানীতে বিনিয়োগ করতে পারবে। অনলাইনে কেনাকাটায় পরিশোধ প্রক্রিয়া সম্পন্নকারি অপারেটর হিসেবেও বাংলাদেশ ব্যাংক কাজ করতে পারে।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় দেশের ই কমার্স প্রতিষ্ঠানের কর্ম পরিচালানায় এরিমধ্যে একটি গাইডলাইন তৈরি করেছে। মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে এ ব্যাপারে নিদের্শনা দিয়েছে। বড় বড় বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে বৃহৎ পরিসরে ই কমার্সের প্ল্যাটফরমে একটি বড় প্রতিণ্ঠান এরিমধ্যে ক্রেতাদের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। ই কমার্স প্ল্যাটফরমে থাকা প্রতিষ্ঠানগুলোর কাজের পরিধি ব্যাপকভাবে বেড়েছে। প্রতি বছর ১৫০ শতাংশের ওপর দেশে ই কমার্স প্ল্যাটফরমে লেনদেন বাড়ছে। এক মাসে আগে বেড়েছে এ ক্ষেত্রে ৩০ শতাংশ। মে মাসে ই কমার্স প্ল্যাটফরমে দেশে লেনদেন বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৮৩ কোটি টাকা।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে