ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেয়া এক ঘোষণায় বলা হয়েছে, ২০ মে সিঙ্গাপুরের ফেয়ার এম অ্যান্ড ই পিটিই লিমিটেড নামের প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের বছরের চুক্তি স্বার করেছে ওয়ালটন হাইটেক। অর্থাৎ আগামী পাঁচ বছর সিঙ্গাপুরে ওয়ালটনের পণ্য বিক্রি করবে এই ফেয়ার এম অ্যান্ড ই।

এখন থেকে সিঙ্গাপুরে পাওয়া যাবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পণ্য। সম্প্রতি দেশটিতে পরিবেশক নিয়োগ দিয়েছে ওয়ালটন।

এই চুক্তির অধীনে ফেয়ার এম অ্যান্ড ই সিঙ্গাপুরে ওয়ালটনের রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, টেলিভিশন ও রান্নার সরঞ্জামের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে।

সম্প্রতি লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের ঘোষণা দিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সম্প্রতি কোম্পানির ৪৪তম পর্ষদ সভায় এই ব্যাটারি উৎপাদনের অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে বলেও সম্প্রতি জানানো হয়েছে।

২০২৪-২৫ বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ওয়ালটন হাইটেকের শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ টাকা ৯৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১৩ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল। এ নিয়ে চলতি অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৯৯ পয়সা। গত বছর একই সময়ে ২৫ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ঋণাত্মক ১ টাকা ৮৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২২ টাকা ৮৮ পয়সা। খবর বিজ্ঞপ্তির 

অকা/পবা/সখবি/ফর/সন্ধ্যা/২০ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 7 months আগে

Leave A Reply

Exit mobile version