দেশের বেসরকারি জীবন বীমা কোম্পানি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং স্কয়ার হাসপাতাল লিমিটেড এর মধ্যে স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ২ জুন।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম এম মনিরুল আলম এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. এসাম এবনে ইউসুফ ছিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ স্কয়ার হাসপাতাল লিমিটেডের সব শাখায় (মিরপুর, বনানী, উত্তরা এবং সিলেট) ক্যাশলেস হাসপাতাল সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান (সুমন) এবং স্কয়ার হাসপাতাল লিমিটেড এর মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডা: মোহাম্মদ ফয়সাল জামান, অর্থ ও হিসাব বিভাগের ভাইস প্রেসিডেন্ট বাবলু কুমার সিনহা প্রমুখ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 6 months আগে
