অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের বীমা খাতের চলছে ক্লান্তিকাল। এ দুরাবস্থায় দেশের বীমা কোম্পানিগুলোর মধ্যে জীবন বীমা এখন খাদের কিনারে। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি, দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে এ হতাশার কথা ব্যক্ত করেন বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান ড. এম. আসলাম আলম।
১১ মার্চ রাজধানীর শাহবাগস্থ ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আইডিআরএ’র চেয়ারম্যান বলেন, বীমা খাতের ব্যাপক সংস্কারের জন্য সরকারকে কঠোর হতে হচ্ছে। তিনি বলেন, বীমা মালিক ও প্রধান নির্বাহীদের সংগঠন বিআইএসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া দেশের বীমা খাতের উন্নয়ন সম্ভব নয়।
অনুুষ্ঠানে বিআইএ’র সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ও নতুন সভাপতি সাঈদ আহমেদ সংক্ষিপ্ত আলোচনা করেন। বিআইএ’র সদ্য পুরান এবং নতুন নির্বাহী কমিটি উভয় উভয়কে ফুল দিয়ে বরণ করেন এবং এদের কাউকে কাউকে ক্রেষ্ট দিয়ে সম্মান প্রদর্শন করা হয়। বিশিষ্ট বীমা উদ্যোক্তা মাহবুবুর রহমান, নাসির এ চৌধুরী, তওহিদ সামাদ, বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন ও বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও পদস্থ কর্মকর্তা এবং বিআইএ’র কর্মকর্তারা নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। বিআইএ’র সচিব ওমর ফারুকের সঞ্চালনায় নতুন সভাপতি সাঈদ আহমেদ সংক্ষিপ্ত আলোচনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারমান ছাড়াও সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক, সদস্য (আইন) তানজিনা ইসমাইল, সদস্য (নন লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ উপস্থিত ছিলেন। ●
অকা/বীখা/প্র/রাত/১১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 7 months আগে