ফারহা নাজ জামানকে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) এবং সোলায়মান আলমকে চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। ১ জানুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হবে। তারা উভয়ই হবেন গ্রামীণফোন ব্যবস্থাপনা টিমের গুরুত্বপূর্ণ সদস্য। এই নিয়োগের আগে সোলায়মান আলম গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার এবং ফারহা নাজ জামান হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নতুন সিএমও’কে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘আমরা উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিকতায় প্রাধান্য দিচ্ছি। এ েেত্র সিএমও হিসেবে ফারহার নিয়োগ গ্রামীণফোনে নতুন অধ্যায়ের সূচনা করবে। গ্রাহকদের সেবা প্রদানে বিভিন্ন ধরণের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার, যা গ্রাহকদের সম্পর্কে তাকে দিয়েছে এক স্পষ্ট ধারণা। ফলে সত্যিকার অর্থে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার বিষয়টি মাথায় রেখে উদ্ভাবনী সেবার পরিকল্পনা করার সমতা রয়েছে তার। গ্রামীণফোনের অভিজ্ঞতায় বেড়ে ওঠা এই মেধাবীর রয়েছে রূপান্তরমূলক পদপে গ্রহণে বিশেষ দতা যা আমাদের ব্র্যান্ডকে আরো সমুন্নত করেছে। টিমে তিনি অনুপ্রেরণামূলক নেতৃত্ব দিতে এবং সাফল্যে নতুন মাত্রা যোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।

নতুন নিয়োগ পাওয়া সিপিও’কে অভিনন্দন জানিয়ে আজমান বলেন, ‘গ্রাহক-কেদ্রিক প্রোডাক্টস ও সার্ভিসেস প্রদানে গ্রামীণফোনের নিরন্তর পথ চলায় একটি বড় পদপে সিপিও হিসেবে সোলায়মানের নিয়োগ। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুধাবন করতে পারা এবং সে অনুযায়ী কার্যকর সমাধান বের করার েেত্র ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন তিনি। আমি এটা ভেবে আনন্দিত যে, সোলায়মানের পারদর্শিতা আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রাকে আরো বেগবান করবে এবং আমাদের দেবে নতুন নতুন উদ্ভাবনী প্রোডাক্টস ও সার্ভিসেস প্রদানের সমতা। আমার বিশ্বাস, সোলায়মান তার নিপুণ নেতৃত্বে আমাদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতমুখী গ্রামীণফোন গড়ে তুলায় বিশেষ ভূমিকা রাখবে।

গ্রামীণফোন ব্যবস্থাপনা টিমে নিয়োগ পেয়ে উদ্দীপ্ত ফারহা নাজ জামান বলেন, ‘নতুন এই দায়িত্ব গ্রহণ করতে পেরে এবং সমাজের মতায়নে গ্রামীণফোনের চলমান প্রচেষ্টায় অবদান রাখায় সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত। প্রবৃদ্ধি, গুণগতমান, উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিক আবহ অব্যাহত রেখে অসাধারণ একটি টিমের সাথে কার্যকর রূপান্তরের অংশ হওয়ার অপোয় আমি।’

সোলায়মান আলম বলেন, “গ্রাামীণফোনের প্রোডাক্টস ইকোসিস্টেম ও ডিজিটাল রূপান্তরের কাজ এগিয়ে নিতে দারুণ সুযোগ এনে দিয়েছে এই নতুন অধ্যায়। গ্রাহক ও অংশীজনদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে আমরা সংকল্পবদ্ধ। মেধাবী এই টিমের সাথে কাজ করতে আমি অধীর আগ্রহে অপো করছি। খবর বিজ্ঞপ্তির ●

অকা/টেলিযোগাযোগ/সখবি/ফর/সন্ধ্যা/১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version