দেশের বন্দরনগরী চট্টগ্রামের মনোরম ফয়েজ লেকে আজ (০৮ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের “Team Enrichment and Business Conference 2025।”
“Mission – Let’s Double It” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কনফারেন্সে বক্তারা কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, উন্নয়ন কৌশল ও গ্রাহকসেবার মানোন্নয়নে করণীয় বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, প্রধান বক্তা ছিলেন পরিচালক শেখ মো. ড্যানিয়েল।
প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মহিউদ্দীন ফারুকী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাশগুপ্ত, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দীন, এবং চট্টগ্রাম টেরিটরির ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে সোনালী লাইফের ক্রমবর্ধমান সাফল্য, মাঠপর্যায়ে কর্মকর্তাদের ভূমিকা এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা ফয়েজ লেকের মনোরম পরিবেশে বিভিন্ন রাইড ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আনন্দঘন সময় কাটান।
উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে চট্টগ্রাম বিভাগের ১০৮টি শাখা অফিসের মাধ্যমে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বীমা সেবা প্রদান করছে। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ থেকেই প্রথম বর্ষ ও রিনিওয়াল মিলে মোট ৩১৬ কোটি টাকা প্রিমিয়াম অর্জিত হয়েছে।
এছাড়া বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে সোনালী লাইফ ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে — ২০২৩ সালে ৪৫ কোটি টাকার অধিক, ২০২৪ সালে ১৫০ কোটি টাকার অধিক, এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ১৮৩ কোটির অধিক টাকা বীমাদাবি হিসেবে পরিশোধ করা হয়েছে।
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে কোম্পানী সংশ্লিষ্ট সবাই আশাবাদ ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/ই/সখবি/ দুপুর/৮ নভেম্বর/২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 weeks আগে

Leave A Reply

Exit mobile version