অর্থকাগজ প্রতিবেদন
রফতানিকারকরা এখন চামড়ার পাদুকা পণ্য রফতানির বিপরীতে ৫ শতাংশের বেশি ছাড়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিসকাউন্ট কমিটির কাছে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

রফতানিকারকরা প্রায়ই ক্রেতাদের বৈদেশিক মুদ্রার লেনদেনের নির্দেশিকায় নির্ধারিত ৫ শতাংশের বেশি ছাড় দিয়ে থাকেন। রফতানিকারকদের রফতানি আয়ের সেই ক্ষতি পূরণে সহায়তা করবে এই পদক্ষেপ।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নথির অসংগতি, সংক্ষিপ্ত শিপমেন্ট, কনজারভেটিভ অ্যারেস্ট, কিংবা তৈরি পোশাক, চামড়া এবং চামড়াজাত পণ্যের শিপমেন্ট সম্পর্কিত গুণমান-সংক্রান্ত সমস্যার কারণে ক্রেতাদের দাবি করা ছাড়ের সমস্ত কেস পর্যালোচনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিসকাউন্ট কমিটির কাছে পাঠাতে হবে। কমিটি পরিস্থিতি বিবেচনা করে ছাড়ের হার অনুমোদন করবে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, 'চামড়ার পাদুকা রফতানিকারকরা আগে তাদের বিদেশি গ্রাহকদের অতিরিক্ত ডিসকাউন্ট দিতে পারত না। তবে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নতুন নির্দেশিকা এখন এই খাতকে ৫ শতাংশের বেশি ছাড়ের জন্য আবেদন করার সুযোগ করে দিয়েছে।'

অকা/চাশি/সকাল, ১৭ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version