চমৎকার অ্যাকাডেমিক, কো-কারিকুলার, এক্সট্রা কারিক্যুলার পারফরম্যান্সের জন্য ১০৯ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে তাদের এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ভিসি প্রফেসর ড.এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড.এস এম মাহাবুবুল হক মজুমদার।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য রাখেন। ডিনস অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদ থেকে ৪৭ জন, ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ১৫ জন, প্রকৌশল অনুষদের ১৬ জন, জীবন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ২০ জন এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১১ জন রয়েছেন। খবর বিজ্ঞপ্তির ●

অকা/শিক্ষাখা/সখবি/ফর/রাত/১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 11 months আগে

Leave A Reply

Exit mobile version