অর্থকাগজ প্রতিবেদন
ডেনিম শিল্পের সর্বাধুনিক প্রযুক্তির প্রদর্শনী নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’। ৬ মে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উদ্বোধন হয়েছে এ প্রদর্শনীর। ‘রিইমাজিন’ বা ডেনিম শিল্পকে নতুন করে ভেবে দেখা প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হওয়া এ প্রদর্শনী শেষ হবে আজ রাত ৮টায়।
এবারের প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের জন্য ডেনিম শিল্পের বিভিন্ন দিক বিশেষ করে ফ্যাশন ও টেকসই বা স্থায়িত্ব সম্পর্কে জানার সুযোগ রয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম, জাপানসহ মোট ১১টি দেশের ৬০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো টেকসই বস্ত্র থেকে শুরু করে এ শিল্পে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও উদ্ভাবন প্রদর্শনের মাধ্যমে এ শিল্পের বৈচিত্র্যময় দিক তুলে ধরছে।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘ডেনিম জগতের সর্বাধুনিক ফ্যাশন ট্রেন্ডসহ এ শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অধিকতর জানার, এ শিল্পের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক ব্যবসায়িক সংযোগ স্থাপন করার এবং ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সীমাহীন সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ডেনিম এক্সপো।’
অকা/বাডেএক্সপো/ফর/সকাল, ০৭-০৫-২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে