অর্থকাগজ প্রতিবেদন ●
আমেরিকার বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ১৪ সেপ্টেম্বর বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনার পর এক্স হ্যান্ডেলে এ মন্তব্য করেছে দূতাবাস।
এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়, জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে ডাটা সেন্টার এবং পরিবহন পর্যন্ত, যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলো বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক ভূমিকা পালন করছে। সঠিক অর্থনৈতিক সংস্কারের করা হলে, আমেরিকার বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে। ●
অকা/শিবা/ফর/দুপুর/১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
