অর্থকাগজ প্রতিবেদন ●
আন্তর্জাতিক শিার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ শুরু করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা। তবে এবার থেকে সব আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) অ্যাকাউন্ট প্রকাশ্যে রাখতে হবে এবং এ নিয়ে বাড়তি যাচাই-বাছাই করা হবে।

ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনার আওতায় পড়বে এফ ভিসা। যেটি মূলত শিার্থীদের জন্য ব্যবহৃত হয়। এম ভিসা ও জি ভিসাও (কারিগরি শিার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামের শিার্থীদের জন্য) এর প্রভাবের মধ্যে পড়বে।

যেসব আবেদনকারী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল প্রাইভেট রাখবেন, তাদের গোপন কিছু লুকানোর চেষ্টা করছেন বলে সন্দেহ করা হতে পারে। একজন সিনিয়র কর্মকর্তা বলেন, মার্কিন নাগরিকদের প্রত্যাশা হলো তাদের সরকার দেশকে নিরাপদ রাখতে সম্ভাব্য সব পদপে নেবে। ট্রাম্প প্রশাসন প্রতিদিন সেটাই করছে।

ভিসা কর্মকর্তাদের আরও নির্দেশ দেয়া হয়েছে, তারা যেন এমন ব্যক্তিদের চিহ্নিত করেন যারা ঘোষিত বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানায়, তাদের সাহায্য করে বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে; কিংবা যারা অবৈধভাবে ইহুদিবিরোধী হয়রানি বা সহিংসতায় জড়িত।

এই পদপেটি ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্রের অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে শুরু করা কঠোর নজরদারির অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শিাপ্রতিষ্ঠানগুলো অত্যন্ত বামপন্থি হিসেবে বিবেচনা করেন এবং অভিযোগ করেন, ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ চলাকালে এসব বিশ্ববিদ্যালয় ইহুদি-বিরোধিতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি।

অকা/শিক্ষাখা/ফর/রাত/১৯ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 months আগে

Leave A Reply

Exit mobile version