বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) প্রথম বারের মত নন-লাইফ বীমা কর্মীদের জন্য অংশগ্রহণমূলক প্রশিক্ষণের আয়োজন করেছে। “Basic Insurance Course for Marketing Force” শীর্ষক দুই দিনব্যাপী সার্টিফাইড কোর্স ১১ অক্টোবর, ২০২৫ এবং ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
এই কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইপিডি এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ, এফসিএ।
নন-লাইফ বীমা কর্মীদের এই অংশগ্রহণমূলক প্রশিক্ষণে বক্তব্য রেখেছেন বিআইপিডির মহাপরিচালক কাজী মোঃ মোরতুজা আলী এসিআইআই, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার ভৌমিক, এস এম শফি উল্ল্যাহ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অবলিখন), প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিআইপিডির একাডেমিক কাউন্সিলের সদস্য এ কে এম এহসানুল হক এফসিআইআই এবং কে. এম. দস্তুুর এন্ড কোং-এর জেনারেল ম্যানেজার ইয়াসিন এ খান এসিআইআই। খবর বিজ্ঞপ্তির ●
অকা/বীপ্র/সখবি/ বিকেল/১৯ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 hours আগে