বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড (বিআইপিডি) ব্যাংকিং, বীমা ও আর্থিক খাতের পেশাজীবীদের জন্য ৮ ডিসেম্বর ২০২৫ একটি দিনব্যাপী সেমিনার আয়োজন করছে। ঢাকার ইস্কাটনের বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের বিষয় — “The Future of Professional Excellence & Artificial Intelligence (AI)”। সেমিনারটি সভাপতিত্ব করবেন বিআইপিডির চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সাঈদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, এ. কে. আজিজুল হক চৌধুরী, এস. এম. আব্দুল হাকিম এবং ড. মো. শহীদুল ইসলাম জাহিদ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ স্বাগত বক্তব্য দেবেন। সেমিনারে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সিইও ও সিনিয়র কর্মকর্তারা অংশ নেবেন।
তিনটি সেশনে এআই-ভিত্তিক উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ তৈরি, রিস্ক ম্যানেজমেন্ট, গ্রাহকসেবা, সাইবার নিরাপত্তা, জালিয়াতি শনাক্তকরণ এবং ডেটা-ড্রিভেন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। মডারেশন করবেন ড. সোহরাব উদ্দিন, সোনালী ব্যাংকের সিআইটিও মো. রেজওয়ান আল বখতিয়ার এবং প্রগতি লাইফের এমডি মো. জালালুল আজিম। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ই/ রাত/১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 6 days আগে
