অর্থকাগজ ডেস্ক ●
রাজধানীর বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের দাফনের জন্য আর্থিক সহায়তা দেবে সরকার। ১ মার্চ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনায় নিহতদের দাফনের জন্য মন্ত্রণালয় থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
গত রাত পৌনে দশটায় বেইলি রোডের সাততলা ভবনের নিচে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে দোতলায় একটি খাবার দোকানে তা ছড়িয়ে পড়ে। এ রেস্টুরেন্টে বিশেষ ছাড়ে অনেকে খাবার খাচ্ছিলেন। সর্বশেষ খবর অনুয়ায়ী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৪৫। এরমধ্যে ৩৯ জনের পরিচয় পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউট হাসপাতালে ঘটনার পরপর পরিদর্শনে আসা স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার সব দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। ●
অকা/নদ/দুপুর, ১ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

