অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের চতুর্থ প্রজন্মের আলোচিত জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অন্তর্বর্তীকালীন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সাবেক সদস্য (প্রশাসন) মইনুল ইসলামকে। কোম্পানির অন্তর্বর্তীকালীন পর্ষদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক গ্রেড-১ কর্মকর্তা মো. জাফর ইকবাল এনডিসি।
৫ সেপ্টেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নং-৫৩.০৩.০০০০.০৩২.১১.০১১.২৪.৯১) এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পারী লিমিটেড এর অন্তর্বর্তীকালীন পর্ষদের চেয়ারম্যান প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে অন্তর্বর্তীকালীন পর্ষদ গঠন করবেন।
তবে এ পর্ষদ গঠনের ক্ষেত্রে সোনালী লাইফের দায়ের করা সকল রিট মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে নিয়োগকৃত অডিট ফার্মকে অডিট করতে দিতে হবে। এসব শর্ত পরিপালনের বিষয়ে অন্তর্বর্তীকালীন বোর্ডকে একটি অঙ্গীকারনামা দিতে হবে এবং সে অঙ্গীকারনামা বোর্ড গঠনের ৭ দিনের মধ্যে আইডিআরএ’র কাছে দাখিল করতে হবে।
তবে চিঠিতে অন্তর্বর্তীকালীন পর্ষদে কারা থাকতে পারবেন, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোন ব্যাখ্যা দেয়া হয়নি।
উল্লেখ্য, ১৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী লাইফের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে চলতি বছরের ২১ এপ্রিল প্রশাসক নিয়োগ করে আইডিআরএ। পরে সে অর্থ আত্মসাতের অভিযোগে ২৫ জুলাই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নির্ভরযোগ্য একটি সূত্র অর্থকাগজকে জানায়, যারা অর্থ আত্মসাতে জড়িত এবং নিয়ন্ত্রক দ্বারা অপসারিত হয়েছেন, তারা পর্ষদে যুক্ত হচ্ছেন!
বীমা কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসককে তদন্ত কাজে বাধা সৃষ্টির অভিযোগ ওঠে। তারা আইডিআরএ চেয়ারম্যান ও সোনালী লাইফের প্রশাসকের পদত্যাগের দাবিতে কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে বেশ কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছিল। সর্বশেষ গত ২০ আগস্ট তারা আইডিআরএ কার্যালয় দিনভর অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে রাত ১টায় দুই শর্তে সমঝোতা হয়।
সমঝোতার শর্ত ছিল- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক প্রত্যাহার ও পরিচালনা পর্ষদ পুনর্বহালের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি সভা করার জন্য কর্তৃপক্ষ হতে পত্র প্রেরণ করা এবং কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারী ও উন্নয়ন কর্মীদের পূর্বের মতো সুযোগ-সুবিধা বহাল ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য প্রশাসককে নির্দেশ দেয়া। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অন্তবর্তীকালীন বোর্ড গঠনের নির্দেশনা দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যুগ্মসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ চিঠিতে গত ২ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থাসহ বীমা কোম্পানিটিকে সিদ্ধান্তগুলো পাঠানো হয়। তাতে পর্যবেক্ষক নিয়োগসহ ৪টি নির্দেশনা দেয়া হয়েছে। ●
অকা/বীখা/প্র/জীবীকো/দুপুর/৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে