অর্থকাগজ ডেস্ক ●
চলতি সপ্তাহে ভারতের ডিলাররা মূল্যবান ধাতুটি বেচাকেনায় এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হারে ছাড় দিয়েছেন। একই সঙ্গে এশিয়ার অন্যান্য বাজারেও ঊর্ধ্বমুখী দামের কারণে ক্রয় কমে গেছে বলে জানা গেছে।
ভারতের বাজারে ৬ জুন প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল প্রায় ৯৮ হাজার ৩০০ রুপি। এর আগে গত মাসে এ পরিমাণ স্বর্ণের দাম ৯০ হাজার ৮৯০ রুপিতে নেমে আসার পর আবার বেড়ে রেকর্ড ৯৯ হাজার ৩৫৮ রুপিতে পৌঁছেছিল। দামের এ ঊর্ধ্বগতির কারণে ভারতীয় ডিলাররা সরকার নির্ধারিত দামের তুলনায় আউন্সপ্রতি সর্বোচ্চ ৫৬ ডলারের সমপরিমাণ পর্যন্ত ছাড় দিচ্ছেন। আগের সপ্তাহে তা ছিল ৩১ ডলারের সমপরিমাণ। উল্লেখ্য, এতে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে।
কলকাতার বিক্রেতা প্রতিষ্ঠান জেজে গোল্ড হাউজের হর্ষদ আজমেরা বলেন, ‘দাম বেড়ে গেছে। ফলে চাহিদা খুবই কম। গত সপ্তাহে প্রায় কেউই স্বর্ণ ক্রয় করেনি।’
ভারতে সাধারণত বর্ষাকালে স্বর্ণের চাহিদা কমে যায়। মুম্বাইয়ের এক বেসরকারি ব্যাংকের বুলিয়ন ডিলার বলেন, ‘গহনা ব্যবসায়ীরা এখন স্বর্ণ কিনছেন না। কারণ মৌসুমি চাহিদা কমার পাশাপাশি তারা চড়া দামে মজুদ করতে চাইছেন না।’
এদিকে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের ডিলাররা প্রতি আউন্স স্বর্ণে আন্তর্জাতিক স্পট দামের তুলনায় ১০-১৪ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করছেন। আগের সপ্তাহে এ মূল্য সংযোজনের পরিমাণ ছিল আউন্সপ্রতি ১৫ ডলার পর্যন্ত। ট্রেডিং প্রতিষ্ঠান ইনপ্রোভডের মূল্যবান ধাতু ব্যবসায়ী হুগো প্যাসক্যাল বলেন, ‘অতিরিক্ত দামের কারণে চীনেও স্বর্ণের চাহিদা কমে গেছে।’
হংকংয়ে গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ ৩০ সেন্ট থেকে ১ ডলার ৩০ সেন্ট মূল্য সংযোজন করে বিক্রি হয়েছে। আর সিঙ্গাপুরে মূল্য সংযোজনের পরিমাণ ছিল আন্তর্জাতিক দামের সমান বা সর্বোচ্চ ২ ডলার ৫০ সেন্ট পর্যন্ত। ●
অকা/বিঅ/ফর/বিকাল/১২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 5 months আগে

