চলতি বছরে এ পর্যন্ত ২৬০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এর আগে ২০২৪ সালে কোম্পানিটি মোট ৩৬১ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছিল।

অপরদিকে, চলতি বছরে এখন পর্যন্ত কোম্পানির মোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৫৬৭ কোটি টাকা। সোনালী লাইফের আশা, বছর শেষে এ আয় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ছিল প্রায় ৮০০ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত টার্গেট অ্যাচিভার্স কনফারেন্সে এ তথ্য জানায় সোনালী লাইফ কর্তৃপক্ষ। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন কোম্পানির দুই হাজারেরও বেশি সফল বীমাকর্মী।

কোম্পানির দাবি, সময়সম্পন্নভাবে বীমা দাবি পরিশোধ করাই তাদের সাফল্যের মূল কারণ। গত দশ বছরে এ ধারাবাহিকতায় প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ৪০ গুণ। ২০১৫ সালে যেখানে প্রিমিয়াম আয় ছিল মাত্র ২০ কোটি ৪০ লাখ টাকা, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০০ কোটি টাকায়।

অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, “অসুস্থ প্রতিযোগিতায় ঝুঁকে পড়া বা যেকোনোভাবে প্রিমিয়াম আয় করা আমাদের লক্ষ্য নয়। বরং বীমার মেয়াদপূর্তির এক সপ্তাহের মধ্যেই গ্রাহকের দাবি নিষ্পত্তি করে আমরা এগিয়ে চলছি।”

তিনি আরও জানান, গ্রাহক সন্তুষ্টি অর্জন করে দেশের শীর্ষ লাইফ বীমা কোম্পানিতে পরিণত হওয়া সোনালী লাইফের লক্ষ্য। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকলেও, গ্রাহক আস্থা ও দাবি পরিশোধে সুনাম অর্জনের কারণে কোম্পানি চলতি বছরেও উল্লেখযোগ্য প্রিমিয়াম আয় করতে সক্ষম হয়েছে। খবর বিজ্ঞপ্তির ●

অকা/জীবীকো/সখবি/ই/রাত/২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 months আগে

Leave A Reply

Exit mobile version