আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) এক বছর মেয়াদি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে মাসব্যাপী ‘ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৪ মে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লাহ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লাহ খান বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে এমটিওগণ ব্যাংকিং কার্যক্রমের সার্বিক ধারণা লাভ করেছে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যাংকিং খাতে নৈতিকতা, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখাই হবে আপনাদের লক্ষ্য।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মো. আমির হোসেন এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/ফর/রাত/৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 month আগে