আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে অর্থঋণ আদালত আইন ২০০৩, এনআইঅ্যাক্ট ১৮৮১ এবং প্রাসঙ্গিক অন্যান্য আইন প্রয়োগ করে খেলাপি বিনিয়োগ আদায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ট্রেনিংয়ের উদ্বোধন করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বিনিয়োগের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুততম সময়ে আইনসম্মতভাবে বিনিয়োগ আদায় নিশ্চিত করতে হবে।
এ প্রশিণ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দতা আরো বাড়বে এবং তা খেলাপি বিনিয়োগ আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ চৌধুরী, ঢাকা সাউথ জোনাল প্রধান মো. মনজুরুল আলম, ঢাকা নর্থ জোনাল হেড মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় ১০টি করপোরেট শাখাসহ ঢাকা সাউথ ও নর্থ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট ইনচার্জ ও বিনিয়োগ কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/বিকাল/১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 week আগে