অর্থকাগজ প্রতিবেদন ●
বাংলাদেশ নিজেই একটি বড় বাজার। অভ্যন্তরীণ বাজারসহ বিশ্ববাজারে বাংলাদেশী পণ্যের চাহিদা বৃদ্ধিতে গুণগত মানের পণ্য উৎপাদনের দিকে নজর দিতে হবে।’ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিল্পোদ্যোক্তাদের আন্তরিকতার সঙ্গে বিশ্বমানের পণ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে।
২৩ মে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি, সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্প মন্ত্রণালয় ছয় ক্যাটাগরির ২০টি শিল্পপ্রতিষ্ঠানকে এ পুরস্কার দিয়েছে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত। গত ১৫ বছরে এটি বহাল ছিল বলে শিল্পায়ন বেগবানসহ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।’
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় টাঙ্গাইল শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী ৩১টি পণ্যকে এরই মধ্যে জিআই সনদ প্রদান করা হয়েছে। জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বাড়াতে ১০ বছর মেয়াদি ন্যাশনাল প্রডাক্টিভিটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। আধুনিক ও যুগোপযোগী শিল্প-কারখানা স্থাপনসহ শিল্পায়নের ধারাকে বেগবান করতে জাতীয় শিল্পনীতি-২০২২ ও এসএমই নীতিমালা-২০১৯ প্রণয়ন করা হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, কৃষি উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য থাকা সত্ত্বেও আমরা কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও রফতানিতে অনেকটা পিছিয়ে আছি। প্রক্রিয়াকরণের কম সুযোগ ও সংরক্ষণাগারের অভাবে আমাদের উৎপাদিত শাকসবজি ও ফলমূলের প্রায় ২০-৩০ শতাংশ পর্যন্ত নষ্ট হয়ে যায়। ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি দেশের কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, টেকসই ও জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় উদ্যোক্তাদের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও নীতিসহায়তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি একটি বিশ্বমানের ইন্ডাস্ট্রিয়াল ডাটাবেজ এবং শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে।’
ছয় ক্যাটাগরির মোট ২০টি শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ছয়টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে তিন, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে চার, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে তিন, কুটির শিল্প ক্যাটাগরিতে তিন এবং হাই-টেক শিল্প ক্যাটাগরিতে একটি। ●
অকা/শিখা/ফর/সকাল, ২৪ মে ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে
